বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আজ রাতে বাংলাদেশ-ভারত মহারণ

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : বড়দের বিশ্বকাপে ব্যাপক উত্তাপ ছড়িয়েছিল বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সে লড়াইটাই যেন আবার ফিরে এসেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। চলমান যুব বিশ্বকাপের শেষ আটে মুখোমুখি হতে যাচ্ছে এ দুই দল। আজ রাত সাড়ে ৩টার সময় কুইন্সটাউনের জন ডেভিস ওভালে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ।
‘বি’ গ্রæপের শীর্ষে থেকে কোয়ার্টারে উঠেছে ভারত। আর ‘সি’ গ্রæপে থেকে ইংল্যান্ডের পেছনে থেকে শেষ আটের টিকিট পেয়েছে সাইফ হাসানের দল। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, সেমিতে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে উপমহাদেশের দুই ক্রিকেট পাগল দেশ। তবে এ টুর্নামেন্টে দারুণ ফর্মে থাকা ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে। এর আগে ফেভারিট অস্ট্রেলিয়াকে ১০০ রানে হারিয়ে অভিযান শুরু করা ভারত পরের দুই ম্যাচ জিতেছে ১০ উইকেটের ব্যবধানে। অন্যদিকে প্রথম দুই ম্যাচে নামিবিয়া ও কানাডাকে হারালেও ইংল্যান্ডের বিপক্ষে হারের স্বাদ পেতে হয় বাংলাদেশকে। এদিকে সর্বশেষ ম্যাচে নামিবিয়াকে ২৮২ রানে হারিয়ে ‘সি’ গ্রæপে সেরা হয়েছে বাংলাদেশ।

আজকের খেলা
ত্রিদেশীয় সিরিজ, ৬ষ্ঠ ম্যাচ
বাংলাদেশ-শ্রীলঙ্কা, বেলা ১২টা
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন