শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ক্রিকেটারদের চলাচলেও বাধ্যবাধকতা

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও দুটি ওয়ানডেতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা। তার মধ্যে প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩১ জানুয়ারী থেকে। দু’দলই বন্দর নগরীতে পা রাখবে ২৮ ডিসেম্বর। চট্টগ্রামের এ টেস্ট উপলক্ষে ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন। গতকাল সিএমপি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট সিরিজ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয়ে কথা বলেন পুলিশ কমিশনার মোঃ ইকবাল বাহার। প্রতিদিন খেলা শুরুর তিন ঘণ্টা আগে থেকেই নগরীর এম এ আজিজ স্টেডিয়াম ও বিটাক মোড় এলাকার কাউন্টারে টিকিট বিক্রি শুরু হবে। এজন্য নিরাপত্তার স্বার্থে এবারও ক্রিকেটারদের ব্যক্তিগত মুভমেন্টকে অনুৎসাহিত করে পুলিশ কমিশনার বলেন, ‘আমাদের পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি বোম ডিসপোজাল টিম, সোয়াথ, কুইক রেসপন্স টিমও মাঠে থাকবে। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাধ্যমে এটা নিশ্চিত করবো- যাতে ক্রিকেটাররা ব্যক্তিগত মুভমেন্ট না করেন। কোথাও যেতে চাইলে দলগতভাবে যান। এতে আমাদের নিরাপত্তা দেওয়া সহজ।’ মাঠ থেকে হোটেলে খেলোয়াড়দের আনা-নেয়ার সময় সড়কে সাধারণের চলাচল বন্ধ করে দেওয়ার সময়টুকু নগরবাসীকে ধৈর্য্য ধারণের অনুরোধ জানিয়েছেন তিনি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন