বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বাংলাদেশের ধস অবাক নন গুনাথিলাকা!

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : টুর্নামেন্টের আগের সব ম্যাচ দাপটের সঙ্গে জেতা বাংলাদেশের একশ রানের নিচে গুটিয়ে যাওয়ায় অবাক নন দানুশকা গুনাথিলাকা। বরং নিজদের সামর্থ্যরে কথাই শোনালেন তিনি।
এর আগের দেখায় শ্রীলঙ্কাকে ১৬৩ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। আগে ব্যাটিং নিয়ে করেছিল ৩২০ রান। সেই রান তাড়ায় ধারেকাছেও যেতে পারেনি শ্রীলঙ্কা। এবারও টস জিতেছিল বাংলাদেশ। আগে ব্যাটিং নিয়ে ফল হয়েছে একদম উলটো। মাত্র ৮২ রানে অলআউট হয়ে বাংলাদেশ লঙ্কানদের কাছে ১০ উইকেটে ¯্রফে উড়ে গেছে। ঘরের মাঠে আধিপত্য বিস্তার করা বাংলাদেশের হুট করে এমন দশায় অবাক হলেন না লঙ্কানদের অন্যতম সেরা পারফর্মার দানুশকা গুনাথিলাকা, ‘আমরা অবাক নই কারণ আমরা জানি সামর্থ্য অনুযায়ী খেললে দুনিয়ার যেকোনো দলকে আমরা হারাতে। আমরা ভালো খেলায় ফিরে গেছি এবং আমার মনে হয় আমরা এটা ধরে রাখতে পারব।’
কুশল পেরেরার চোটে এই ম্যাচে একাদশে আসেন গুনাথিলাকা। বাংলাদেশের সেরা দুই ব্যাটসম্যানকে আউট করতে ছিল তার অবদান। সাকিব আল হাসানকে সরাসরি থ্রোতে রান আউট করে ফিরিয়ে দেন। খানিকপর লাকমালের বলে পয়েন্ট শূন্যে লাফিয়ে হাতে জমান তামিম ইকবালের ক্যাচ। পরে ব্যাট হাতেও ৪০ রান করে ছিলেন অপরাজিত। সাকিবের আউটকে মানছেন ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে। গুরুত্বপূর্ণ ম্যাচে শতভাগ দিতে পেরে সন্তুষ্ট তিনি, ‘যখনই দেশের জন্য খেলি আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করি। সবাই নিজেদের শতভাগ দিয়েছে আজ। এই ম্যাচ আমাদের জিততেই হতো। সে কারণেই আমরা তেতে উঠতে পেরেছি।’
কদিন আগে বিপিএলে সিলেট সিক্সার্সের হয়ে খেলে গেছেন তিনি। এই অভিজ্ঞতা এবার কাজে লেগেছে তার, ‘এটা দারুণ অভিজ্ঞতা ছিল। বিপিএল আমি খুব উপভোগ করেছি। এটা কাজে দিয়েছে।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন