শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পাকিস্তানের দুর্দান্ত ফেরা

| প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের পর ৩ ম্যাচের টি-২০ সিরিজটাও শুরু হয়েছিল বড় ব্যাধানের হার দিয়ে। নিউজিল্যান্ড সফরটা তিক্ত থেকে তিক্ততর হতে শুরু করেছিল পাকিস্তানের জন্যে। অবশেষে দারুণ এক জয়ে ঘুরে দাঁড়িয়েছে সরফরাজ আহমেদের দল। অকল্যান্ডে অনুষ্ঠেয় দ্বিতীয় টি-২০ ম্যাচে স্বাগতিকদের ৪৮ রানে হারিয়ে সিরিজে সমতা এনেছে পাকিস্তান।
পাকিস্তানের করা ২০১ রান তাড়া করতে নেমে ৬৪ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বø্যাক ক্যাপসরা, অল আউট হয়ে যায় ১৮.৩ ওভারে ১৫৩ রানে। সর্বোচ্চ ৩৭ রান করেন টেল এন্ডার ব্যাটসম্যান স্যান্টনার। ৩০ রান করেছেন বল হাতে দুই উইকেট নেয়া হুইলার। বল হাতে কোন পাক বোলারই বিমুখ হননি। তবে ২২ রানে ৩ উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ, ২টি করে নেন মোহাম্মাদ আমির ও সাদব খান।
এর আগে টস জয়ী পাকিস্তান ১০ ওভারে দুই ওপেনার আহমেদ সেহজাদ (৩৪ বলে ৪৪) ও ফখর জামান (২৮ বলে ৫০) মিলে যোগ করেন ৯৪ রান। ২ রানের ব্যবধানে দুজনই ফিরলে তৃতীয় উইকেটে আবার ৯১ রানের জুটি গড়েন বারবর আজম (২৯ বলে ৫০) ও অধিনায়ক সরফরাজ আহমেদ (২৪ বলে ৪১)। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানও পেয়ে যায় ৪ উইকেটে ২০১ রানের বড় সংগ্রহ। আগামী পরশু অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টি-২০ ম্যাচটি।

স ং ক্ষি প্ত স্কো র
পাকিস্তান : ২০ ওভারে ২০১/৪ (ফখর ৫০, বাবর ৫০*, শেহজাদ ৪৪, সরফরাজ ৪১; হুইলার ৩৬/২, ডি গ্র্যান্ডহোম ১/১৮)।
নিউজিল্যান্ড : ১৮.৩ ওভারে ১৫৩ (স্যান্টনার ৩৭, হুইলার ৩০, গাপটিল ২৬; ফাহিম আশরাফ ৩/২২, মোহাম্মদ আমির ২/২৮, শাদাব খান ২/৩৭)।
ফল : পাকিস্তান ৪৮ রানে জয়ী
ম্যাচসেরা : ফখর জামান
সিরিজ : ৩ ম্যাচের সিরিজ ১-১ সমতা

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন