শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা অকার্যকর : সউদী আরব

| প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্র যে স্বীকৃতি দিয়েছে তার নিন্দা জানিয়ে ‘অকার্যকর’ বলে ঘোষণা দিয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিযুক্ত সউদী আরবের মুখপাত্র আব্দুল্লাহ বিন আল মালামি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে এটা যথেষ্ট চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একইসঙ্গে ফিলিস্তিন-ইসরাইল শান্তি আলোচনার জন্য এটা প্রতিবন্ধক বলে উল্লেখ করেছেন, ইসরাইলের ‘সিক্রেট মিত্র’ বলে পরিচিত সউদী আরবের এ কূটনীতিক। গত শনিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে। জাতিসংঘে মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনায় তিনি বলেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে যে স্বীকৃতি যুক্তরাষ্ট্র দিয়েছে তা অকার্যকর। একইসঙ্গে এই ঘোষণা আন্তর্জাতিক আইনেরও বিরোধী। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেয়ার পর সারাবিশ্বে নিন্দার ঝড় ওঠে। জাতিসংঘ এই ঘোষণাকে অবৈধ বলে ঘোষণা করে। অন্যদিকে সউদী আরব এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থানের কথা জানালেও তারা ইসরাইলের সঙ্গে গোপনে সম্পর্ক রক্ষা করে যাচ্ছে বলে খবর প্রকাশ হয়। একইসঙ্গে ইসরাইল সেই সম্পর্কের কথা স্বীকারও করেছে। অন্যদিকে যাত্রী ও মালামাল পরিবহনের জন্য সউদী আরবের সাথে রেলপথ তৈরির পরিকল্পনা শুরু করেছে ইসরাইল। রেলপথটি ইসরাইলের বিসান শহর থেকে জর্দান ও ইরাক হয়ে সউদী আরবে যাবে বলে জানিয়েছে ইসরাইলের সংবাদপত্র ইডিয়থ আরনাথ। শুধু তাই নয়, সউদীআরব ইসরাইলের সাথে গোয়েন্দা তথ্য আদান প্রদান করছে বলেও বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রকাশ হয়। ফলে ফিলিস্তিনের বিষয়ে সউদী আরবকে সেই অর্থে বিশ্বাস করেন না বলেও জানিয়েছেন ফিলিস্তিনের নেতারা। ফলে জাতিসংঘে দেওয়া সউদী কূটনৈতিকের এ বক্তব্য কতটা লোক দেখানো সেটাই ভাবার বিষয়। মিডল ইস্ট মনিটর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
মাহফুজ ২৯ জানুয়ারি, ২০১৮, ২:৫৮ এএম says : 0
এতদিন পরে হলেও কথাটি শুনে খুব ভালো লাগলো।
Total Reply(0)
alim ২৯ জানুয়ারি, ২০১৮, ৫:৩৪ এএম says : 0
“ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা ৷ মুখে মুখে ফিলিস্তানী ভাই , অন্তরে ইজাঈলের ঠাই ৷”
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন