শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ওয়ানডের ৫ নম্বর দল অস্ট্রেলিয়া!

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : ব্যাপারটা চোখ কপালো তোলার মতই। একসময়ের প্রতাপশালী অস্ট্রেলিয়া আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে অবনমন হতে হতে এখন পাঁচ নম্বরে। সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সিরিজে চার ম্যাচ হেরে দুই রেটিং পয়েন্ট খোয়ানোয় বিশ্ব চ্যাম্পিয়নদের এই অবনমন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাকিস্তানও হারিয়েছে তিনটি রেটিং পয়েন্ট।
অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে হারিয়ে সর্বমোট ১১৬ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড উঠে এসেছে তিনে। তিন রেটিং বাড়িয়ে ১১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড। এদিকে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারায় ২টি রেটিং পয়েন্ট খোয়া গেছে বাংলাদেশের। তারপরও ৯০ পয়েন্ট নিয়ে ৭ম অবস্থানে বাংলাদেশ। ১২১ রেটিং পয়েন্ট নিয়ে দক্ষিন আফ্রিকা র‌্যাঙ্কিয়ের শীর্ষে। দুইযে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৯।
আইসিসি প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র‌্যাঙ্কিং:
১. দক্ষিণ আফ্রিকা ১২১
২. ভারত ১১৯
৩. ইংল্যান্ড ১১৬ (+২)
৪. নিউজিল্যান্ড ১১৫ (+৩)
৫. অস্ট্রেলিয়া ১১২ (-২)
৬. পাকিস্তান ৯৬ (-৩)
৭. বাংলাদেশ ৯০ (-২)
৮. শ্রীলংকা ৮৪ (-)
৯. ওয়েস্ট ইন্ডিজ ৭৬
১০. জিম্বাবুয়ে ৫৩ (+১)
১১. আফগানিস্তান ৫১
১২. আয়ারল্যান্ড ৪৪

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন