শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই বেঁচে থাকব -বিদায়ী আইজিপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০১৮, ৯:২১ পিএম

নির্বাচনের বছর অনেক ষড়যন্ত্র হবে, তাই যেকোনো ধরনের উসকানিতে পুলিশকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন পুলিশের সদ্য বিদায়ী আইজিপি এ কে এম শহীদুল হক। তিনি বলেন, ‘এটা নির্বাচনের বছর। নির্বাচনের বছর অনেক ষড়যন্ত্র হবে। পুলিশকে ধৈর্যের সঙ্গে এসব ষড়যন্ত্র মোকাবিলা করে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে হবে, যেন মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’

বুধবার (৩১ জানুয়ারি) পুলিশ সদর দফতরের মিডিয়া সেন্টারে তিনি এসব কথা বলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে শহীদুল হক বলেন, ‘দায়িত্বকালে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র ও বাধা এসেছিল, সেগুলো মোকাবিলা করতে সক্ষম হয়েছি। যতদিন বেঁচে থাকব, মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই বেঁচে থাকব।’ তিনি বলেন, ‘২০১৩ সালে রাজনৈতিক আন্দোলনের নামে যে আগুন সন্ত্রাস ও নৈরাজ্য হয়েছিল, সেই অবস্থা থেকেও আমরা উত্তরণ করতে সক্ষম হয়েছি। দেশে যেন কোনও অগণতান্ত্রিক সরকার আসতে না পারে, সেজন্য দায়িত্বের পুরো তিন বছর এক মাস কাজ করেছি।’

মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে এ কে এম শহীদুল হককে পুলিশ সদর দফতরের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অ্যাডিশনাল আইজি (প্রশাসন) মোখলেসুর রহমানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

২০১৮ সালকে নির্বাচনের বছর উল্লেখ করে শহীদুল হক বলেন, ‘অনেকেই বলে এটা নির্বাচনের বছর। অনেক চ্যালেঞ্জ। সেজন্য মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে নতুন আইজিপিকে সহযোগিতা করতে হবে।’

অনুষ্ঠানে নবনিযুক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ, ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া, চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার ইকবাল বাহার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এসএম মনিরুজ্জামান, পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি শোয়েব রিয়াজ আলম, টাঙ্গাইল পিটিসির অতিরিক্ত ডিআইজি সালেহ মো. তানভির, গাজীপুর জেলার এসপি হারুন অর রশীদ, মুন্সীগঞ্জ জেলার এসপি জাহেদুল আলম, পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার মুক্তা ধর, এএসপি সাদিয়া আফরিন, ইনস্পেক্টর ফরহাদ হায়দার, সাব ইনস্পেক্টর রাশেদ, প্রধান সহকারী আলী হোসেন ও কনস্টেবল কেয়া খাতুন বক্তব্য রাখেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন