বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রোহিঙ্গা ঠেকাতে মরিচ গুঁড়া নিয়ে বিএসএফ’র নজরদারি

| প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অমানবিক নির্যাতনের শিকার মিয়ানমারের রোহিঙ্গাদের আশ্রয়ের সন্ধানে সীমান্তে জড়ো হওয়া ও ভারতে প্রবেশ বন্ধ করতে সীমান্তে স্টেনগান ও মরিচ গুঁড়া নিয়ে কড়া নজরদারি চালাচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী-বিএসএফ। তারা রোহিঙ্গাদের সীমান্ত থেকেই ফেরত পাঠিয়ে দিচ্ছে। ভারতের সুপ্রিমকোর্টে এ অভিযোগ জানিয়ে অসহায় রোহিঙ্গাদের প্রতি ‘ন্যূনতম মানবিকতা, নৈতিকতা’ দেখানোর আবেদন জানিয়েছেন তাদের আইনজীবী প্রশান্ত ভূষণ।এ আবেদনের পর প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চকে কেন্দ্রীয় সরকারের পক্ষে আইনজীবী তুষার মেহতা জানিয়েছেন, ভারত সরকার রোহিঙ্গাদের প্রবেশের বিষয়ে নমনীয়তা দেখাতে চায় না। তিনি বলেন, সরকারের সাধারণ অবস্থান হল তারা চান না ভারত শরণার্থীদের রাজধানী হয়ে উঠুক। তা হলে দুনিয়ার সব দেশের লোক ভারতে চলে আসবে। এটি এমন বিষয় যা নিয়ে আমরা কোনো ধরনের নমনীয়তা দেখাতে পারি না। ভারতে বসবাসকারী রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানো থেকে কেন্দ্রীয় সরকারকে নিরস্ত করার আবেদন জানিয়ে করা পিটিশনের শুনানিতে প্রশান্ত ভূষণ বলেন, কেউ সীমান্তে এসে যদি বলেন, ‘আমি শরণার্থী, আশ্রয় চাই, তাকে সোজা মুখের ওপর না বলে দেয়া যায় না। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন