শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

লিবিয়া উপকূলে ৯০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৫৫ এএম

লিবিয়া উপকূলে এক নৌকাডুবিতে ৯০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছে জাতিসংঘের অভিবাসন দপ্তর। ওই ঘটনায় বেঁচে যাওয়া তিনজন জানিয়েছেন ডুবে যাওয়াদের বেশিরভাগই পাকিস্তানি নাগরিক। তবে শুক্রবার বিবিসি জানিয়েছে, নৌকাডুবিতে নিহত ও বেঁচে যাওয়াদের মধ্যে এবার লিবিয়ার নাগরিকরাও ছিল।
গত কয়েক বছরে সমুদ্রপথে দক্ষিণ ইউরোপে পৌঁছতে অভিবাসন প্রত্যাশীদের প্রধান রুট হয়ে উঠেছে লিবিয়া। গত বছর অভিবাসী ও শরণার্থীদের ইতালি পৌঁছতে বাধা দিতে লিবিয়ার কোস্টগার্ডকে সহায়তা দিতে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) একটি বিতর্কিত চুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তিকে অমানবিক পদক্ষেপ আখ্যা দেয় বিভিন্ন সাহায্য সংগঠন ও জাতিসংঘ। লিবিয়ায় অভিবাসীদের নির্যাতনের জন্য ইইউ সরকারকে দায়ী করে অ্যামনেস্টি।

সাম্প্রতিক এই নৌকাডুবির বিষয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক বিবৃতিতে জানিয়েছে, লিবিয়ার সাগরতীরে দশটি মৃতদেহ পাওয়ার কথা জেনেছেন তারা। সংস্থাটির এক মুখপাত্র বলেছেন, বিপজ্জনক পথে ইতালি পৌঁছার চেষ্টাকারীদের মধ্যে পাকিস্তানিদের সংখ্যা ক্রমেই বাড়ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন