শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

দর্শক প্রশংসায় অনুষ্ঠিত হলো ‘জাপানীজ ফিল্ম ফেস্টিভ্যিাল ২০১৮’

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট : সমকালীন ৮টি জাপানীজ চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে আয়োজন করা হয়েছিল ‘জাপানীয়জ ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৮’। গত ২৬, ২৭ জানুয়ারী এবং ২, ৩ ফেব্রæয়ারী ৪ দিনব্যাপী এ উৎসব সকলের জন্য উন্মুক্ত ছিল। এবারের আয়োজনে জাপানের জীবন ও সংস্কৃতিতে প্রেম, তারুণ্য, বন্ধুত্ব এবং পারিবারিক ন্ধনকে উপজীব্য করে নির্মিত চলচ্চিত্রকে প্রধান্য দেয়া হয়েছিল এবং সকল চলচ্চিত্র-ই দর্শক নন্দিত হয়েছে।
এ চলচ্চিত্র উৎসব উপভোগ করে উচ্চসিত অনেক দর্শকদের একজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানীজ ভাষা শিক্ষা বিভাগের ছাত্র তারেক রহমান তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এ আয়োজন আমাদের জন্য শুধু নিরেট বিনোদনই ছিল না, বরং জাপান ও জাপানের জীবনযাত্রাকে বোঝার এক দারুন সুযোগ।
উল্লেখ্য, জাপান ও বাংলাদেশের মাঝে সাংস্কৃতিক বিনিময় এবং দু’দেশের বন্ধুত্বের মেলবন্ধন আরো জোরদার করার লক্ষে বাংলাদেশস্থ জাপান দূতাবাস এবং জাপান ফাউন্ডেশন প্রতিবছর চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে থাকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন