মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৫শ লোকবল ছাঁটাই করবে আল জাজিরা

প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কাতারভিত্তিক গণমাধ্যম সংস্থা আল জাজিরা বিশ্বব্যাপী ৫শ কর্মকর্তা-কর্মচারী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। বিবিসি বলছে, গণমাধ্যম প্রতিষ্ঠানটি জানিয়েছে, যদিও এই পদক্ষেপে বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির উপর প্রভাব পড়বে তবে বেশিরভাগ লোকবল ছাঁটাই হবে কাতারেই। আল জাজিরার ভারপ্রাপ্ত পরিচালক মোস্তেফা সুয়াগ জানান, এই সিদ্ধান্ত ছিল কঠিন। কিন্তু প্রতিষ্ঠান এই পদক্ষেপকে সঠিক বলে বিবেচনা করছে। ১৯৯৬ সালে কাতার সরকারের অর্থায়নে আল জাজিরা প্রতিষ্ঠিত হয়। বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির ৭০টিরও বেশি ব্যুরো বা অফিস রয়েছে। এ বিবৃতিতে আল জাজিরা সাম্প্রতিক এই পদক্ষেপ সম্পর্কে বলছে, গণমাধ্যমের চলমান রূপান্তরের প্রতিক্রিয়ায় কর্মীদল কমানোর এই উদ্যোগ নেয়া হয়েছে। আল জাজিরা আমেরিকা চলতি বছরের শুরুর দিকে ঘোষণা দিয়েছিল, যুক্তরাষ্ট্রের বাজার ধরতে প্রচুর ব্যয় করেও সাফল্যের দেখা না পাওয়ায় তারা তাদের কেবল নিউজ চ্যানেলটি বন্ধ করে দেবে। আল জাজিরা আমেরিকার এই শাখাটি আরো বলেছিল, যুক্তরাষ্ট্রের শীর্ষ সাংবাদিকদের নিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করেও চ্যানেলটির সংবাদ প্রোগ্রামগুলো দর্শক টানতে ব্যর্থ হয়েছে। বিবিসি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন