বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পারভেজ মোশাররফের দুর্নীতির বিচার হবে

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ক্ষমতায় থাকাকালে যেসব দুর্নীতি করেছেন তার বিরুদ্ধে পাকিস্তানের সাবেক শাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দেশটির জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরো’কে (এনএবি) নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাই কোর্ট। সেনাবাহিনী থেকে অবসরে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তের বিষয়ে এনএবি কতটুকু ক্ষমতা পাবে তা নবায়ন করতে গিয়ে কোর্ট ওই নির্দেশ দেয় গত শুক্রবার। এ খবর দিয়েছে পাকিস্তানের অনলাইন ডন। উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে পারভেজ মোশাররফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তা তদন্তের আবেদন জানিয়েছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ইনামুর রশিদ। সেই মামলার বিষয়ে এই নির্দেশনা দিয়েছেন ইসলামাবাদ হাই কোর্টের একটি বেঞ্চ। এ বেঞ্চে রয়েছেন বিচারপতি আতহার মিনাল্লাহ ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব। আদালতের এই আদেশের ফলে ১৯৯৯ সালে প্রণীত ন্যাশনাল একাউন্টেবলিটি অর্ডিন্যান্স (এনএও)-তে যে অস্পষ্টতা ছিল তা দূর হয়ে গিয়েছে। প্রায় ১৯ বছর আগের ওই অর্ডিন্যান্সের অধীনে কোনো অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির তদন্ত করা যাবে কিনা সে বিষয়ে ছিল অস্পষ্টতা। ডন অনলাইন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন