শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইরান পরমাণু বোমা বানানোর চেষ্টা করছিল : জন কেরি

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দাবি করেছেন, সমঝোতায় পৌঁছানোর আগে ইরান পরমাণু বোমা বানানোর চেষ্টা করেছিল। কিন্তু ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সমঝোতা হওয়ার পর ইরানের সামনে পরমাণু বোমা বানানোর সব পথ বন্ধ হয়ে গেছে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে দেয়া বক্তৃতায় জন কেরি এসব কথা বলেছেন। তিনি দাবি করেন, কোনো ধরনের পরিদর্শন ও জবাবদিহিতা ছাড়াই উঁচু মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে ইরান তার পরমাণু কর্মসূচি পূর্ণগতিতে এগিয়ে নিচ্ছিল। ইরানের হাতে উঁচু মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল যা দিয়ে ১০ থেকে ১২টি পরমাণু বোমা বানানো সম্ভব ছিল। কিন্তু ইরানের সম্মতি ও সমঝোতার পর তারা এ কর্মসূচি থেকে পিছু হটেছে। সিএনবিসি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে কেরি এ দাবি করেন। তিনি চুক্তির আগেকার ইরানি পরমাণু কর্মসূচিকে মধ্যপ্রাচ্যের জন্য ‘বিপদের উৎস’ বলে উল্লেখ করেন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ যেখানে বলেছে, ২০০৩ সালের পর ইরানের পরমাণু কর্মসূচি কখনই সামরিক দিকে মোড় নেয়নি সেখানে চূড়ান্ত সমঝোতা ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন করি এসব বিতর্কিত অভিযোগ করলেন। ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন