বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য

মাজা ব্যথার চিকিৎসা

প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

শতকরা ৯০ ভাগ মানুষ জীবনের কোন না কোন সময়ে মাজা ব্যথায় ভুগেন। আর ৫০ ভাগ একের অধিকবার মাজা ব্যথায় ভুগেন। কোমর বা মাজা ব্যথার কোন সুনির্দিষ্ট কারণ জানা যায় না শতকরা ৮৫ ভাগ মানুষের ক্ষেত্রে। কোমর ব্যথার কারণে কর্মজীবী মানুষ প্রায়ই কর্মস্থলে অনুপস্থিত থাকেন। হাসপাতাল বা ডাক্তার চেম্বারে লোকদের যাওয়ার অন্যতম কারণ হলো মাজা ব্যথা। উপযুক্ত চিকিৎসা পেলে ৯০% রোগী দুই মাসের মধ্যেই সুস্থ হয়ে ওঠবেন। স্বল্প মেয়াদি ব্যথা এক মাসের কম সময় থাকে। যে ব্যথা এক মাসের অধিক থাকে তাকে দীর্ঘ মেয়াদি বা ক্রোনিক ব্যথা বলে।

মাজা ব্যথার কারণ সমূহ : ১. পেশি, হাড়, জোড়া, লিগামেন্ট, ডিস্ক (দুই কশেরুকার মাঝখানে থাকে) ও স্নায়ুর রোগ বা ইনজুরি। ২. বুক, পেট ও তল পেটের মধ্যকার বিভিন্ন অঙ্গের সমস্যার জন্য মাজা ব্যথা হয়। একে রেফার্ড পেইন বলে। ৩. হারনিয়াটেড ডিস্ক নার্ভকে ইরিটেশন করে। ২০ বছরের উর্ধ্বে এক-তৃতীয়াংশ লোকের হারনিয়াটেড ডিস্ক থাকে। ৩% লোকের নার্ভ ইরিটেশনের জন্য ব্যথা হয়। ৪. পেশাগত কারণে দীর্ঘক্ষণ বসার ভঙ্গিমা ঠিকমত না হলে। ৫. ছাত্রছাত্রীর চেয়ারে বসার ভঙ্গিমা ঠিকমত না হলে। ৬. ড্রাইভিং করার সময় সঠিকভাবে না বসলে। ৭. ওপর হয়ে শুয়ে বই পড়লে। ৮. স্পোনডাইলোসিস। ৯. স্পোনডাইলাইটিস। ১০. স্পোনডাইলিসথেসিস। ১১. স্পাইনাল ক্যানাল সরু হওয়া। ১২. হাড় ও তরুণাস্থির প্রদাহ এবং ক্ষয়। ১৩. হাড়ের ক্ষয় ও ভঙ্গুরতা। ১৪. হাড় নরম ও বাঁকা হওয়া। ১৫. আর্থ্রাইটিস। ১৬. ফাইব্রোমায়ালজিয়া। ১৭. হঠাৎ করে হাঁচি, কাশি দিয়েছেন বা প্রস্রাব-পায়খানার জন্য স্ট্রেইন করেছেন। ১৮. সামনে ঝুঁকে বা পার্শ্বে কাত হয়ে কিছু তুলতে চেষ্টা করেছেন। ১৯. হাড়ের ইনফেকশন। ২০. ডিস্কাইটিস (ডিস্কের প্রদাহ)। ২১. হাড় ও স্নায়ুর টিউমার। ২২. যে কোন কারণে অতিরিক্ত চিন্তাগ্রস্ত হলে কোমর ব্যথা হয়।
উপসর্গ বা কখন চিকিৎসকের পরামর্শ নিবেন
সব সময় ধরে বা জমে (স্টিফনেস) আছে- এই ধরনের ব্যথা ।
ভারী ওজন তোলা বা অতিরিক্ত কাজের পর তীক্ষè ব্যথা।
ক্রোনিক বা দীর্ঘমেয়াদি ব্যথা হলে।
অনেকক্ষণ বসা বা দাঁড়ানো অবস্থায় ব্যথা হলে।
কোমর থেকে নিতম্ব, উরু, লেগ ও পায়ের আঙ্গুল পর্যন্ত ব্যথা বিস্তৃত হলে।
লেগ বা পায়ে দুর্বলতা বা অবশ অবশ ভাব এবং টিংগিং সেনসেশন হলে।
কোমর ব্যথা কয়েকদিনের মধ্যে না সারলে।
রাতে বেশি ব্যথা হলে বা ব্যথার জন্য ঘুম ভেঙে গেলে।
হাঁচি, কাশি দিলে বা সামনে ঝুঁকলে ব্যথা বেড়ে যায়।
প্রস্রাব বা পায়খানার নিয়ন্ত্রণ না থাকলে।
কোমর ব্যথার সাথে প্রস্রাবে জ্বালাপোড়া থাকলে বা দুর্গন্ধ প্রস্রাব হলে।
ব্যথার সাথে জ্বর, ঘাম, শীত শীত ভাব বা শরীর কাঁপানো ইত্যাদি থাকলে।
শোয়া অবস্থায় বা শোয়া থেকে ওঠার সময় ব্যথা হলে।
পায়ের গোড়ালি বা পায়ের পাতা দিয়ে হাঁটতে অসুবিধা হয়।
অনেকক্ষণ সোজা হয়ে দাঁড়ানো বা হাঁটা যায় না।
অন্য কোন অস্বাভাবিক সমস্যা দেখা দিলে।
ল্যাবরেটরি পরীক্ষা-নিরীক্ষা
কোমর ব্যথার চিকিৎসা প্রদানের পূর্বে কারণ নির্ণয় করার জন্য প্রয়োজনীয় ল্যাবরেটরি পরীক্ষা করতে হবে।
রক্তের বিভিন্ন পরীক্ষা।
প্রস্রাব পরীক্ষা।
এক্স-রে।
আলট্রাসনোগ্রাফি।
এম আর আই।
সি টি স্ক্যান।
করণীয় বা চিকিৎসা
কোমর ব্যথার চিকিৎসার কারণ সমূহের ওপর নির্ভর করে। চিকিৎসার মূল লক্ষ্য হলো (১) ব্যথা নিরাময় করা এবং (২) কোমরের মুভমেন্ট স্বাভাবিক করা।
পূর্ণ বিশ্রাম দুই বা তিন দিন। দীর্ঘদিন বিশ্রাম নিলে ব্যথা দীর্ঘস্থায়ী হয়ে যায়।
তীব্র ব্যথা কমে গেলেও ওজন তোলা, মোচড়াঁনো (টুইসটিং) পজিশন ও অতিরিক্ত শারীরিক পরিশ্রম বন্ধ করতে হবে।
এন্টিইনফ্ল্যামেটরি ওষুধ সেবন।
গরম সেঁক যেমন গরম প্যাড, গরম পানির বোতল ও গরম পানির গোসল।
ব্যায়াম-পেশি নমনীয় ও শক্তিশালী হওয়ার ব্যায়াম করতে হবে।
ফিজিক্যাল থেরাপি-একোয়া থেরাপি, আল্ট্রাসাউন্ড থেরাপি ও ইলেকট্রিকেল স্টিমুলেশন।
পেলভিক ট্র্যাকশন।
কোমরে বেল্ট (ল্যাম্বার কোরসেট) ব্যবহার করা।
ইনজেকশনে নিরাময় পদ্ধতি
ইপিডুরাল স্টেরয়েড ইনজেকশন।
ফ্যাসেট জয়েন্ট ইনজেকশন।
স্যাকরো-আইলিয়াক জয়েন্ট ইনজেকশন।
কেমিকেল ডিস্কোলাইসিস।
সার্জিকেল চিকিৎসা
কনজারভেটিভ বা মেডিকেল চিকিৎসায় ভালো না হলে, ব্যথা ক্রমান্বয়ে বাড়তে থাকলে, স্নায়ু সমস্যা দেখা দিলে এবং প্রস্রাব বা পায়খানার নিয়ন্ত্রণ না থাকলে দ্রুত সার্জিকেল চিকিৎসা গ্রহণ করতে হবে। বিভিন্ন ধরনের সার্জিকেল চিকিৎসা কারণসমূহের ওপর নির্ভর করে।
ষ ডাঃ জি এম জাহাঙ্গীর হোসেন
কনসালটেন্ট- হাড়, জোড়া, ট্রমা ও
আর্থ্রোস্কোপিক সার্জারি
ডিজিল্যাব মেডিকেল সার্ভিসেস, মিরপুর (ইনডোর স্টেডিয়ামের সামনে), ঢাকা।
ফোন : ০১৭৪৬৬০০৫৮২, ৮০৫৩৪৬৯
ঊ-সধরষ : লধযধহমরৎথড়ৎঃযড়@ুসধরষ.পড়স

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (50)
রিমন ১১ সেপ্টেম্বর, ২০২২, ৮:২২ পিএম says : 0
আমার মাজায় ডান পাশে ব্যাথা
Total Reply(0)
শেখ মোঃ আকাশ ফায়সাল ১০ নভেম্বর, ২০১৭, ১০:৩৮ পিএম says : 3
আমার কমরের ডানপাশে ব্যথা এবং রাতে পিঠের মাঝখানে ব্যথা করে প্রায় ৫ বছর হয়েছে আমি শ্যামলির এস পি হসপিটালে ডঃ এস চক্রবতিকে দিয়ে চিকিৎসা করিয়েছি কিন্তু সুস্থহইনি আমি কি বাকি জীবনে সুস্থ হবোনা ?
Total Reply(0)
আমির হোয়ান ১০ জানুয়ারি, ২০১৮, ১০:৫৯ পিএম says : 0
আমার মাজা হাত পায়ের জয়েন্ট ব্যাথা করে ৩ বছর দরে আমি কি কি ওষুধ খাইতে পারি
Total Reply(0)
হাসান ৭ মে, ২০১৮, ৩:৫৭ পিএম says : 0
আমার কোমরে ব্যাথা অনেক দিন জাবত ব্যাথাটা আস্তে আস্তে বেরেছে প্রায় ১০ বছর জাবৎ, ব্যাথাটা পিছন থেকে মাঝে মাঝে সামনে চলে আসে অন্ডোকোষ পর্যন্ত প্রচন্ড ব্যাথা করে, সাইডে ও আসে,,সবসময় ব্যাথাকরে,,ডাক্তার দেখিয়েছি আল্ট্রাসনো করে দেখা গেছ মেরুদন্ডের হাড় নিচের দিকে একটু বাকা না হয়ে সোজা হয়ে গেছে ডাক্তার বলেছে সোজা হওয়ার কারনেই ব্যাথাটা,,,কিন্তু আমার মেরু দন্ডে আমি কোন ব্যাথা অনুভব করিনা,,এখন আমি কি করতে পারি স্যার একটু পরামর্স চাই,,,
Total Reply(0)
শুভ ৮ সেপ্টেম্বর, ২০১৮, ৮:০৮ পিএম says : 0
আমার মার কোমরে অনেক বেশি ব‍্যাতা ডাক্তার দেখাতাচি তাহো কমে নয় আমি এখন কি করতাম
Total Reply(0)
Hassan Gazi ২ ডিসেম্বর, ২০১৮, ৯:২৩ পিএম says : 0
আমার পা ঠা খুব যন্ত্রণা করে শিতের সময়
Total Reply(0)
মেহেদী হাসান ৩ ডিসেম্বর, ২০১৮, ১২:৩৬ পিএম says : 1
আমার অনেক মাজা ব্যথা করে, একবার ডান পাশ তার পরে বাম পাশ ব্যথা করে,বেশি ব্যথা করে সকালে যখন টয়লেটে যাই তখন উঠতে অনেক কষ্ট হয়,আমি পরামর্শ চাচ্ছি।
Total Reply(0)
ইমদুদুল ১৮ ফেব্রুয়ারি, ২০১৯, ৩:০১ পিএম says : 0
পাচ বছর ধরে আমার কোমর পিঠ অনেক ব্যাথা,,,,মেডিসিন ও অর্থপেডিস্ক দেখিযেছি কোন ফল পাযনি,,,,এখন আমি কি বিশেষ্যগ্য ডাক্তার দেখাবো,,মতামত চাই পিলিজ
Total Reply(0)
বাবুল ১২ মার্চ, ২০১৯, ১১:০০ এএম says : 0
আমার পেরায় ২০.২৫.৩০. দিন হবে আমার মাজা ও কমরে ব্যথা করে ,,কখন আবার ডান ছাইডের রান ও কুছকি পর্যন্ত ব্যথা করে কি করবো পরামর্শ চাচ্ছি
Total Reply(0)
কয়েছ ১৪ এপ্রিল, ২০১৯, ৫:১৯ পিএম says : 0
আমার অনেক দিন যাবত কমরে বেথা হচ্চে আমি একটু সময় বস্তে পারি না বেতা সুর হয়ে যায় ভারি জিনিস বহন করতে পারিনা এক জায়গায় অনেক সময় দারিয়ে তাক্তে পারিনা আবার যখন বিচানায় সুয়ে পরি বেতা অনেক কম অনুবব হয় র আস্তে আস্তে কমে যায় অনেক চিকিৎসা করিয়েচি কাজ হয়নি অনেক বেতানাসক ঔষধ কেয়েছি কেলসিয়ামের ও ঔষধ কেয়েছি।।।এক্সরে করিয়েচি রক্ত পরিক্কা অ করিয়েচি কুন ফল পাইনি।।একন আমাকে বলে দিন যে আমার চিকিৎসা কি কি করলে বেতা তেকে মুক্তি পাব
Total Reply(0)
মনিকা চাকমা ৪ জুলাই, ২০১৯, ৭:৪৯ পিএম says : 0
আমার কোমরে ব্যাথা যখন প্রথম হয় দুই সপ্তাহ ভূগি। মাঝেমধ্যে এই ব্যাথা হয়।রাতে অনেক ব্যাথা বারে।গরম পানি,তেলের মালিস দিসি কোনো উপকার পাচ্ছি না।
Total Reply(0)
তরিকুল ৪ আগস্ট, ২০১৯, ৮:২৫ পিএম says : 0
আমার কোমরে খুব ব্যাথা করে গুরে সুতে পারিনা আমি বেস কিছু ঔষধ খেয়েছি কিনতু কোন কাজ হয়ে না এখন আমি কি করবো
Total Reply(0)
রিয়া ৭ আগস্ট, ২০১৯, ১০:০২ পিএম says : 0
আমার কোমরের নিচে টিনার সাইটে ব্যাথা কোন ঔষধ খেলে ভাল হব
Total Reply(0)
রিয়া ৭ আগস্ট, ২০১৯, ১০:০২ পিএম says : 0
আমার কোমরের নিচে টিনার সাইটে ব্যাথা কোন ঔষধ খেলে ভাল হব
Total Reply(0)
রিয়া ৭ আগস্ট, ২০১৯, ১০:০৩ পিএম says : 0
আমার কোমরের নিচে টিনার সাইটে ব্যাথা কোন ঔষধ খেলে ভাল হব
Total Reply(0)
তানিআ ১০ নভেম্বর, ২০১৯, ৬:৪৮ এএম says : 0
আমি মাজা নিচু হয়ে কাজ করতে ছিলাম সোজা হয়ে দাঁড়াতেই হঠাৎ মাজায় প্রচণ্ড ব্যাথা পাই,ব্যাথা কমছে না।
Total Reply(0)
তানিআ ১০ নভেম্বর, ২০১৯, ৬:৪৯ এএম says : 0
আমি মাজা নিচু হয়ে কাজ করতে ছিলাম সোজা হয়ে দাঁড়াতেই হঠাৎ মাজায় প্রচণ্ড ব্যাথা পাই,ব্যাথা কমছে না।
Total Reply(0)
Md Billal shorker ১৯ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম says : 0
আমার আনেক মাযাবেথা আমি কি করতে পারি
Total Reply(0)
Md Billal shorker ১৯ নভেম্বর, ২০১৯, ১২:০৩ এএম says : 0
আমার আনেক মাযাবেথা আমি কি করতে পারি
Total Reply(0)
Md Billal shorker ১৯ নভেম্বর, ২০১৯, ১২:০৪ এএম says : 0
আমার আনেক মাযাবেথা আমি কি করতে পারি
Total Reply(0)
Dip ২৪ ডিসেম্বর, ২০১৯, ১০:২৩ পিএম says : 0
আমার মাযাবেথা ১৭ বছরে শুরু হয় খেলার মাধ্যমে আস্তে আস্তে যা এক সময় প্রচুর এখন আর কমেনা। আমার বয়স এখন ২১ বছর।বেথা কমার কোন উপায় আছে?
Total Reply(0)
Md.Abdus Samad ১০ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৩৮ পিএম says : 0
হাচি দিতে গিয়ে মেরূদন্ডে মাজার উপরে ব্যাথা করছে। কী করব?
Total Reply(0)
Md.Abdus Samad ১০ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৩৯ পিএম says : 0
হাচি দিতে গিয়ে মেরূদন্ডে মাজার উপরে ব্যাথা করছে। কী করব?
Total Reply(0)
Md.Abdus Samad ১০ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৩৯ পিএম says : 0
হাচি দিতে গিয়ে মেরূদন্ডে মাজার উপরে ব্যাথা করছে। কী করব?
Total Reply(0)
আঃ খালেক ২০ মার্চ, ২০২০, ২:০১ পিএম says : 0
আমার মাজায় ব্যথা প্রারায় ৩ বছর আমি আবুদাবি থাকি আবুদাবি ডঃ দেখাইচি ২+৩ বার এবং ডঃ আমাকে থ্যরাপি দিচে ৭ দিন এবং সাতে মেডিচিন দিচে ১ মাস কিচুই বুজিনা তারপর ডাঃ বললাম তারপর আবার আমাকে এমারায় দিচে দেওয়ার পর বলে আমার সমসসানায় তারপর আবার কিচু মেডিচিন পালটে দিয়েচে কিন্তু কিচুই বালো দেখিনায় তারপর আমি বাংলাদেশ জাই জাওয়ার পর াার্থে চার্জারি ডাঃ আজিজ স্যারকে দেখায় ওনি এক্সরা করেন তারপর কিচুই পাননি তারপর উনি ১মাসের মেডিচিন দেন দেওয়ার পর আমি ৫+৬ দিনপর মাজা ব্যথা পুরাপুরি ভালো হোয়েগেচি কিন্তু আমার চুটি সেস আমি দেশেথেকে ছলে আসসি এখন আগের মতো ব্যথা করে এেেখন আমি কিকরবো পিলিজ বলবেন স্যার
Total Reply(0)
Md. Sohug ৬ জুন, ২০২০, ৭:০৪ পিএম says : 0
আমার খুব মাজা ব্যাথা করে? আমি এখন কি ঔষধ খেতে পারি?
Total Reply(0)
মো রকিব উদ্দীন ১১ জুন, ২০২০, ১:০৫ পিএম says : 0
স্যার আমার বয়স ২০ বছর আমি কাজ করতে গিয়ে মাজাই ব্যাথা পাইছি,,আজ ২ বছর আগে এখন সে ব্যাথা আবার বেড়েছে,,স্যার ইনজেকশন দিতে চাই না আমি মাজাতে,,এমন কিছু ঔষাধের কথা বলেদেন যা খেলে আমি তারা তাড়ি সুস্থ হয়ে যেতে পারি,স্যার অফিসে যেতে পারছি না,, মাজার ব্যাথার জন্য,,এই অবস্থাতে ভালো ডাক্তার ও দেখাতে পারছি না।পিলিচ স্যার দয়া করে আমি অনুরোধ টা রাখবেন।তারাতারি ঔষাধের নাম গুলো বলেদিবেন।
Total Reply(0)
মোঃ লিটন অালী ১৪ আগস্ট, ২০২০, ১১:১৭ পিএম says : 0
অামার ডান মাজা থেকে শুরু করে ডান পায়ের হাটু পৌজন্ত ব্যথা কি করলে ভালো হবে
Total Reply(0)
রেজাউল ৭ সেপ্টেম্বর, ২০২০, ৬:৪২ পিএম says : 0
আমার কোমরের ডান পাশে নিছের দিকে মাজার ও খানে অনেক দিন যাবৎ ব্যাথা অনেক দরনের ওসুধ সেবন করছি তবে ব্যাথা সারেনাই আবার আমার ঘন ঘন প্রর্সাব হয় পতি দিন প্রায় ৮/৯ এতে কি অন্য কোনো স্যামসা আছে কি তা যানাবেন ব্যাথার জন্য কি করবো তাও যানাবেন,,,
Total Reply(0)
মাহমুদা ১৭ সেপ্টেম্বর, ২০২০, ৮:৪১ পিএম says : 0
প্রায় 7 দিন ধরে আমার মাজা এবং প্যাট ব্যাথা করে প্রোসাবের বেগ হলে প্যাট ব্যাথা করে আমার বয়স 35 এখন কি করব
Total Reply(0)
আলতাফ ২৩ অক্টোবর, ২০২০, ১১:১৬ পিএম says : 0
আমার পিছন কমরে বাম সাইট ব‍্যাথা এবং বাম পায়ের গুরালি পর্যন্ত ব‍্যাথা চলে যায়। এটি প্রাই 13 বছর যাবৎ। এর জন‍্য আমি অর্থপেটিক ডাক্টার দেখাইছি।ফিজিও থেরাপি দিয়েছি এক মাস কোন পরিবর্তন হয় নাই। এমারা করিছি এমারা রিপোটে বলেছে নারপের সাথে কমরের ডিক্সের হার চাপ দিয়ে আছে। এখন আমি কোথাই এর সুচিকিৎসা পাব?
Total Reply(0)
আলতাফ ২৩ অক্টোবর, ২০২০, ১১:১৭ পিএম says : 0
আমার পিছন কমরে বাম সাইট ব‍্যাথা এবং বাম পায়ের গুরালি পর্যন্ত ব‍্যাথা চলে যায়। এটি প্রাই 13 বছর যাবৎ। এর জন‍্য আমি অর্থপেটিক ডাক্টার দেখাইছি।ফিজিও থেরাপি দিয়েছি এক মাস কোন পরিবর্তন হয় নাই। এমারা করিছি এমারা রিপোটে বলেছে নারপের সাথে কমরের ডিক্সের হার চাপ দিয়ে আছে। এখন আমি কোথাই এর সুচিকিৎসা পাব?
Total Reply(0)
আমির হোসেন ১৩ নভেম্বর, ২০২০, ১২:২৫ এএম says : 0
আমার মাজার পিছনে হঠাৎ করে ব্যাথা করছে, জমিতে পাওয়ার টিলার দিয়ে হাল চাষ করতে গিয়ে, আমি দুটো ব্যাথা নাসক ঔষধ খেয়েছি ব্যাথা কমেনি, আমি কি করতে পারি জানাবেন কি, আমার বয়স ৩৫ বছর,
Total Reply(0)
মো: মাহবুবুর রহমান ২০ নভেম্বর, ২০২০, ৭:১১ এএম says : 0
আমার আজ তিন মাস যাবৎ মাজা ব্যাথা। ডাক্তার দেখাইলাম তিন যায়গা। ঔষধ খাই ভালো থাকি ঔষধ শেষ আবার ব্যাথা।আমি একটা স্থায়ি সমাধান চাই কি করা যায়।
Total Reply(0)
মো: মাহবুবুর রহমান ২০ নভেম্বর, ২০২০, ৭:১২ এএম says : 0
আমার আজ তিন মাস যাবৎ মাজা ব্যাথা। ডাক্তার দেখাইলাম তিন যায়গা। ঔষধ খাই ভালো থাকি ঔষধ শেষ আবার ব্যাথা।আমি একটা স্থায়ি সমাধান চাই কি করা যায়।
Total Reply(0)
মোঃ+নূরুল+আমিন ২০ মার্চ, ২০২১, ১০:১৫ এএম says : 0
আমার মাজার ডানি দিকে প্রচন্ড ব্যাথা মোট কথা পুরো মাজায় ব্যাথা কি করণীয় অবশ্যই উত্তর দিবেন।
Total Reply(0)
Sontos mandol ১২ জুন, ২০২১, ১১:০০ পিএম says : 0
Amar anek Maja batha kre majar Dan pas batha Dan pa diye rag taday
Total Reply(0)
ফয়েজউদ্দিন ১৮ জুলাই, ২০২১, ৩:২৪ পিএম says : 0
আসসালামুআলাইকুম স্যার, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আচেন। নোয়ন থেকে ওঠার পর মাজার ডান দিকে প্রচন্ড ব্যাথা দয়া করে ব্যবস্থা দিলে আপনার নিকট চির কৃতজ্ঞ থাকব।
Total Reply(0)
মুসফিকুর রহমান আসিফ ১৭ সেপ্টেম্বর, ২০২১, ১০:২১ পিএম says : 0
আসসালামুআলাইকুম । স্যার আমার কিছুদিন ধিরে ডান পায়ের রানের (ফিমার) জয়েন্টে ইলিয়ামে ব্যথা। বসতে,শুতে, হাটতে খুব কষ্ট হয়। বয়সঃ- ২০
Total Reply(0)
নুপুর ২৯ সেপ্টেম্বর, ২০২১, ৪:২৪ পিএম says : 0
মাযায় ব্যাথা
Total Reply(0)
মোঃরিয়াদ হোসেন ২২ অক্টোবর, ২০২১, ৬:১১ পিএম says : 0
সম্মানিত মহোদয়, আমার মায়ের কোমড়ে প্রায় বছর ধরে প্রচন্ড ব্যাথা এজন্য প্রায় সময়ই আমার মা কাজ করতে পারে না। মায়ের ব্যাথার জন্য চাঁদপুরের ডাঃ মিলন সরকার এর কাছে চিকিৎসা করা হয় কিন্তু কোন উন্নতি হয়নি। এহন কি কি ঔষধ খাওয়াতে পারি ঔষধ গুলির নাম বললে উপকৃত হতাম
Total Reply(0)
Md abdulla al mamun ২২ জানুয়ারি, ২০২২, ১:২৩ পিএম says : 0
আমি বহুদিন দরে কমরে এবং ছাটনার বেতায় বুগছি পারমিচি থেকে ঔষধ ব্যবহার করছি কিন্তু কোন পলাপল পাইনাই এথন আমি কি ঔষধ ব্যবহার করতে পারি
Total Reply(0)
মাজমুল ১ ফেব্রুয়ারি, ২০২২, ১২:২৯ পিএম says : 0
স্ত্রীর সাথে সহবাস করলে কোমর ব্যাথা করে।
Total Reply(0)
Rifat ১০ এপ্রিল, ২০২২, ৯:৫৭ পিএম says : 0
আমার প্রচুর মাঝে ব্যথা করে এখন আমি কি করবো আমার বয়স 19 বছর।।। আমি বিয়ে ও করিনাই।।। কি কারণে যে মাঝা ব্যথা করে তা জানিনা।। আমাকে একটা পরামর্শ দেন প্লিজ।।।
Total Reply(0)
Md.Nurnabi ২৭ মে, ২০২২, ৮:৪২ এএম says : 0
আমি অনেক দিন যাবৎ কোমর ব্যথায় ভুগতেছি।অনেক ট্রিটমেন্ট নিয়েছি কিন্তু ভাল হয়নি।আমার ব্যথা মুভমেন্ট করে।রাতে শুয়ে থাকলে ব্যথা পিঠের মাঝখানে শুধু প্রচন্ড ব্যথা করে।আবার ঘুম থেকে উঠলে কিছু সময় পর ব্যথা কোমরে চলে যায়।দয়া করে একটু পরামর্শ দেন।
Total Reply(0)
Md.Nurnabi ২৭ মে, ২০২২, ৮:৪২ এএম says : 0
আমি অনেক দিন যাবৎ কোমর ব্যথায় ভুগতেছি।অনেক ট্রিটমেন্ট নিয়েছি কিন্তু ভাল হয়নি।আমার ব্যথা মুভমেন্ট করে।রাতে শুয়ে থাকলে ব্যথা পিঠের মাঝখানে শুধু প্রচন্ড ব্যথা করে।আবার ঘুম থেকে উঠলে কিছু সময় পর ব্যথা কোমরে চলে যায়।দয়া করে একটু পরামর্শ দেন।
Total Reply(0)
মোহাম্মদ হোসেন মিয়া ২৬ জুন, ২০২২, ১:৫৩ পিএম says : 0
অনেকক্ষন বসে থেকে দাড়াতে গেলে কোমরে হাল্কা টান লাগে এবং ব্যাথা অনুভব হয়।কোন বিভাগের অধ্যাপক ডাক্তারের পরামর্শ নিলে ভালো হয় জানাবেন।
Total Reply(0)
Riya ৭ আগস্ট, ২০২২, ৭:৪৪ এএম says : 0
Amr tb rog hoyeche prai 2 month dhore oshudh shebon korchi kintu akn bortomane prochur Maja betha ar hatu betha kore..Maja bethar karone kono kaj i kora jay na ..amr boyosh 17...akn ai bethar jonno ami ki korte pari?
Total Reply(0)
মোছাম্মদ সাইফুন নাহার ২৮ আগস্ট, ২০২২, ৪:০৭ পিএম says : 0
আমার মাজায় প্রচন্ড ব্যথা প্রায় 15 দিন যাবত আমি অনেক কিছু করছি কিছুতেই সুস্থ হতে পারছি না আমি কোন যানবাহনে করে ঢাকা আসতে পারি না স্যার আমাকে কোন ওষুধ দেন যাতে আমি সুস্থ হয়ে ঢাকায় এসে আপনাকে দেখাতে পারি
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন