শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে এলজিইডি-সিলেটে প্রধান প্রকৌশলী

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : এলজিইডি’র প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী বলেছেন, সিলেট অঞ্চলে নতুন নতুন প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি বাস্তবায়ন করা হবে। তিনি সরকারের এসডিজি বাস্তবায়নে কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে স্কীম বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন করে বলেন, গত অর্থ বৎসরে এলজিইডি’র এডিপি বাস্তবায়নের হার ছিল ৯৯.২%। এই ধারা অব্যাহত রেখে অগ্রগতি আরও বৃদ্ধির লক্ষ্যে সবাইকে আন্তরিকতার সাথে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন তিনি। গত শুক্রবার সিলেট বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের নিয়ে উন্নয়ন কাজের পর্যালোচলা সভায় তিনি বক্তব্য প্রদান করছিলেন। তিনি আরও জানান বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়ণ ছাড়াও ডড়ৎষফ ইধহশ, অউই, ঔওঈঅ, ওঋঅউ, ওউই সহ অনেক দাতা সংস্থার আর্থিক সহায়তায় সিলেট বিভাগে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলছে। তিনি সরকারের উন্নয়নের মহাসড়ক বাস্তবায়নে এলজিইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে উল্লেখ বলেন, এলজিইডি দেশে মোট এডিপি’র প্রায় ১৮-২০% বাস্তবায়ন করে থাকে। তিনি হাওড় অঞ্চলের উন্নয়নে পরিবেশ বান্ধব স্কীম গ্রহণের নির্দেশনা দেন। তিনি সকল উন্নয়ন কার্যক্রমে জলবায়ু সহনশীল স্থাপনা ও টেকসই নির্মাণ কাজ বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি সিলেটের পতিত জমি চাষাবাদের আওতায় আনার জন্য পানি সম্পদ অবকাঠামো উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন। সভায় সিলেট বিভাগের এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব মোঃ জয়নাল আবেদীন, সদর দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জনাব মোঃ আনোয়ার হোসেন, তত্ত¡াবধায়ক প্রকৌশলী জনাব মোশারফ হোসেন, তত্ত¡াবধায়ক প্রকৌশলী জনাব নূর মোহাম্মদ, সিলেট অঞ্চলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী জনাব আদিনাথ ঘোষ, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, সিলেট বিভাগের বিভিন্ন জেলার নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী ও উপ-সহকারী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন