শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

র‌্যাবের অভিযানে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য গ্রেফতার

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা , বগুড়া ব্যুরো: বগুড়া শহরের জহুরুল নগরে র‌্যাবের সদস্যরা অভিযান চালিয়ে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য রবিউল আলম (১৯) কে গ্রেফতার হয়েছে। র‌্যাব-১২ স্পেশাল কোম্পানী বগুড়া ক্যাম্পের সদস্যরা রবিবার সকালে বগুড়া শহরের জহুরুল নগর থেকে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য রবিউলকে গ্রেফতার করে। গ্রেফতারের পর রবিবার দুপুরে র‌্যাব-১২ স্পেশাল কোম্পানী কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান। গ্রেফতারকৃত রবিউল প্রশ্নপত্র ফাঁসকারী গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার শিবপুর গ্রামের জালাল মিয়ার পুত্র।
কোম্পানী কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান জানান, গ্রেফতারকৃত রবিউল প্রশ্নপত্র ফাঁসকারি চক্রের সক্রিয় সদস্য। চক্রের প্রধান সোহান পাভেজ ও রবিউল আলম জোগসাজসে ‘সোহান পাভেজ’ এর ফেসবুক আইডি ব্যবহার করে চলমান এসএসসি পরীক্ষার জন্য প্রনীত এবং বোর্ড কর্তৃক অনুষ্ঠিত প্রশ্নপত্র কৌশলে ফাঁস করে পরীক্ষার আগের রাতে হাতের লেখা প্রশ্ন এবং পরীক্ষা শুরু হওয়ার একঘন্টা পূর্বে এমসিকিউ প্রশ্নসহ উত্তর প্রস্তুত করে ম্যাসেঞ্জার এ্যাপলিকেশন এর মাধ্যমে বিতরণ করে। এর বিনিময়ে বিকাশের মাধ্যমে তারা টাকা সংগ্রহ করে থাকে। আটককৃত রবিউল আলমকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন