শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হামলার এক সপ্তাহ পর আংশিক চালু হলো ব্রাসেলস বিমানবন্দর

প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আতঙ্ক কাটিয়ে অবশেষে খুলছে ব্রাসেলস বিমানবন্দর। আত্মঘাতী বিস্ফোরণের এক সপ্তাহ পর পুনরায় চালু হয়েছে ব্রাসেলস বিমানবন্দর। গতকাল মঙ্গলবার বিমানবন্দরের কর্মীরা সে ব্যাপারে পরীক্ষা চালান। তবে পুরোপুরি নয়, আপাতত আংশিকভাবে খোলা হচ্ছে বিমানবন্দরটি। বিমানবন্দরের এক্সটারনাল কমিউনিকেশন ম্যানেজার ফ্লোরেন্স মুলস জানিয়েছেন, ৮০০ কর্মী গত বিমানবন্দরের পরিকাঠামোসহ একাধিক পরীক্ষা চালাবেন। যাত্রীদের চেক-ইন-এর নয়া ব্যবস্থা করা হয়েছে। যাত্রীদের জন্য বিমানবন্দর খুলে দেয়ার আগে বেলজিয়াম সরকারকে এই নয়া পদ্ধতির অনুমোদন দিতে হবে বলে জানিয়েছেন ফ্লোরেন্স। তবে, তিনি আরও জানিয়েছেন, এখনি বলা যাবে না ঠিক কবে বিমানবন্দরটি পুরোদমে চালু হবে। গত ২২ মার্চের আত্মঘাতী জঙ্গিহানায় বিমানবন্দরের নির্গমন হলে ব্যাপক ক্ষতি হয়েছিল। এদিকে, বেলজিয়ামের ব্রাসেলসে আন্তর্জাতিক বিমানবন্দর ও মেট্রো স্টেশনে বোমা হামলায় জড়িত সন্দেহে এখন পর্যনমশ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার ইয়াবেনতেম বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের টার্মিনালে বিচার বিভাগীয় তদন্ত কমিটির তদন্ত সংক্রান্ত কাজ শেষ। কিন্তু মঙ্গলবারের আগে সেখানে যাত্রী পরিবহন কার্যক্রম শুর করা সম্ভব হবে না বলেও জানান।
উল্লেখ্য, ২২ মার্চ সকালে ব্রাসেলসের ইয়াবেনতেম বিমানবন্দরে প্রথমে দুইটি আত্মঘাতী বোমা হামলা চলানো হয়। ঘণ্টাখানেকের মাথায় ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয়ের কাছে মালবিক মেট্রো স্টেশনে আরো একটি আত্মঘাতী বোমা হামলা হয়। উভয় হামলায় মোট ৩৫ জন নিহত এবং ২৭০ জন আহত হয়েছে। ইসলামিক স্টেট (আইএস) ওই হামলা দুইটির দায় স্বীকার করেছে। ওই হামলার পর শনিবার প্রথমবারের মতো বিমানবন্দর প্রকৌশলী ও টেকনিশিয়ানদের একটি দলকে টার্মিনাল ভবনের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়। তারা ভবনটির কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পর্যবেক্ষণ করে। নিরাপত্তা বাড়াতে বেশ কিছু নতুন ব্যবস্থা গ্রহণেরও উদ্যোগ নেয়া হয়। এএফপি, রয়টার্স।

 

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন