বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঘাটাইলে শহীদ মিনারে ফুল দিতে এসে মারা গেলেন ইউপি মেম্বার

ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ৪:১৯ পিএম

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মজিদ ভাণ্ডারী (৬৫)। তিনি উপজেলার গৌরাঙ্গী (উত্তর পাড়া) গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় প্রশাসন জানায়, বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ তুহিন আব্দুল্লাহ এর নেতৃত্বে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল তার সমর্থক ও কর্মীরা। এ সময় ইউপি মেম্বার মজিদ ভাণ্ডারীও তাদের সাথে ছিলেন। বেদীতে ফুল দেওয়ার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। এক পয়ায়ে তিনি শহীদ মিনারের বেদীতে পড়ে যান। পরে তাকে সেখান থেকে দ্রুত ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।

তার মৃত্যুতে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ সভাপতি তুহিন আব্দুল্লাহ, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার শাহজাহানসহ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা শোক জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন