শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মা যতদিন কারাগারে ততদিন আসতেই থাকব বিএনপিকর্মী

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : কারাগারে কম কথা বলেন বেশিরভাগ সময় ইবাদতের মধ্যেই কাটান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরানত ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে গতকাল বুধবার তাকে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। সকালে অন্যান্য দিনের মতো নাস্তা দেয়া হলেও গতকাল দুপুরে বেগম খালেদা জিয়াকে পরিবেশন করা হয় পোলাও, মুরগির গুস্ত এবং বেগুন ভাজি। কারাগার সূত্রে এসব তথ্য জানা গেছে। অন্যদিকে গতকাল বেগম খালেদা জিয়াকে দেখতে কারাগারের সামনে যান দলীয় নেতা-কর্মীদের অনেকেই। এদের মধ্যে নারায়ণগঞ্জের রিজভী হাওলাদার (৪০) গিয়েছিলেন ফল নিয়ে। তিনি বিএনপির একজন কর্মী। তাকে দেখেই কারাগার সংলগ্ন ব্যারিকেডের কাছে দায়িত্বরত পুলিশ সদস্যরা বলে উঠলেন, আবার আসছো? মুখে অস্বস্তির ভাব নিয়ে রিজভীর উত্তর, মা যতদিন কারাগারে, ততদিন আসতেই থাকবো। গতকাল বুধবার বিকাল পৌনে ৪টার দিকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারের সামনে আসেন বিএনপিকর্মী রিজভী হাওলাদার। কিন্তু পুলিশ তাকে ভেতরে প্রবেশের অনুমতি না দেয়ায় ফিরে যান তিনি। এ সময় কথা হয় তার সাথে সাংবাদিকরা কথা বললে রিজভী জানান, তার বাড়ি পটুয়াখালীর বাউফলে। আপাতত বেকার এই বিএনপিকর্মী স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকেন নারায়ণগঞ্জের দেলপাড়ায়। রিজভী হাওলাদার বলেন, এর আগে এসেও (কারাগারের সামনে) কাইন্দা গেছি। মায়ের (খালেদা জিয়া) লগে দেখা করতে পারি নাই। তারে কারাগারে রাখছে, এজন্য হাজার হাজার নেতাকর্মী কাঁদছে। অনেক নেতা দেখা করতে চাইলেও তাগোরে ঢুকতে দেয় নাই পুলিশ। তার অভিযোগ, যুবদল, ছাত্রদলের ওপর পুলিশ নির্যাতন করছে। এমনকি তিনি নিজেও রাতে বাড়িতে থাকতে পারছেন না। কারাগারের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গতকাল সকালে একজন নারী জেল কর্মকর্তা দেখা করে জানতে চান, দুপুরে বা রাতে কখন তিনি উন্নত মানের খাবার খাবেন? উত্তরে তিনি বলেন, একটা কিছু রাখলেই হলো। পরে কারা কর্তৃপক্ষ দুপুরে তাকে উন্নত মানের খাবার দেয়ার সিদ্ধান্ত নেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
সুজন ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ৪:৫৮ এএম says : 2
এটাই নেত্রীর প্রতি কর্মীদের ভালোবাসা।
Total Reply(1)
Absi ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ৭:১০ এএম says : 4
এই ভালোবাসা সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিবে
এ এইচ ভূইয়া ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ৫:৪৩ এএম says : 6
মেডাম থেকে মা, আরো কত কি দেখব
Total Reply(0)
kazi Nurul Islam ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ১:২৫ পিএম says : 1
Where is your won mother? shay khobor acay ? ...
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন