ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরে বিএনপি শীর্ষ নেতাদের জামিন না মঞ্জুর করেছে ফরিদপুরের ১নং আমলী আদালত। বৃহস্পতিবার এই শীর্ষ নেতাদের আইনজীবীরা জামিন চাইলে আদালত না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। সূত্র ২০ শে ফ্রেরুয়ারি বিএনপি কেন্দ্রিয় কর্মিটির ঘোষনা অনুযায়ি ফরিদপুরে শান্তিপূর্ণভাবে বিএনপির নেতা কর্মিরা একটি মিছিল বের করলে ঐ মিছিলে পুলিশ অতর্কিত ভাবে বেপড়য়া লাঠিচার্জ ও হামলা চালায় এতে বিএনপির শতাধিক নেতাকমীরা গুরুতর আহত হয় এবং ২৫ জন নেতাকর্মী কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, ফরিদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদারেস আলী ইছা সহ ২৫ জন। এদেরকে বুধবার সন্ধায় জেল হাজতে প্রেরন করেন কোতয়ালী থানা পুলিশ। কোতয়ালী থানা পুলিশ বাদী হয়ে ৩৩ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও ৩৫০ জন অজ্ঞাত নামা নামে একটি মামলা দায়ের করে। এই মিথ্যা মামলা করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি চৌধুরী কামাল ইউসুফ, যুবদলের নেতা মাহাবুবুল হাসান পিংকু, শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম, অপর দিকে গ্রেফতারকৃত নেতাকর্মীদের জেল গেট গিয়ে খোঁজ খবর নেন ফরিদপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জহিরুল হক শাহাজাদা মিয়া তিনি গ্রেফতারকৃত নেতাকর্মীদের সাথে সাক্ষাত করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন