শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

৬ সপ্তাহের মধ্যে পুনঃপরীক্ষায় পাঠানোর পরিকল্পনা তাসকিনের বোলিং অ্যাকশন সংশোধনে আশাবাদী হিথ স্ট্রিক

প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা: নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে তাসকিনের বোলিং অ্যাকশন নিয়ে ম্যাচ অফিসিয়ালরা যখন প্রশ্ন তুলে রিপোর্ট দিয়েছেন, তা মানকে পারেননি হেড কোচ হাতুরুসিংহে। আম্পায়ারদের ভ‚মিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি মিডিয়ায়। যার ঘষামাজায় তাসকিন পরিনত বোলার হয়ে উঠছেন, সেই বোলিং কোচ হিথ স্ট্রিক পর্যন্ত ওই রিপোর্ট শুনে তেলে-বেগুনে জ্বলে উঠেছিলেন। চেন্নাইয়ের রামাকান্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে বায়ো মেকানিক্স পরীক্ষায় অবতীর্ণ করানোর জন্য ধর্মশালা থেকে তাসকিনকে সঙ্গে নিয়েছিলেন এই বোলিং কোচ। ওই পরীক্ষাগারের রিপোর্টে তাসকিনের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণাকে এখনো মানতে পারছেন না হিথ স্ট্রিক। ঢাকায় ফিরে নেমে পড়েছেন তিনি তাসকিনকে নিয়ে। তাসকিনের শ্লোয়ার বাউন্সারগুলো নিয়ে পরীক্ষাগারের রিপোর্টে ধরা পড়েছে ত্রæটি, সেই ত্রæটি সারিয়ে ৬ সপ্তাহের মধ্যে তাসকিনকে পুনরায় পরীক্ষাগারে পাঠানোর কথা ভাবছেন হিথ স্ট্রিক। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মিডিয়াকে সে কথাই বলেছেন হিথ স্ট্রিকÑ ‘আমাদের সময়ের কোনো চাপ নেই। আমার মনে হয়, আবার পরীক্ষা দেওয়ার জন্য তাসকিনের তৈরি হতে এক মাস থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। পুনরায় পরীক্ষায় পাঠানোর আগে তার ব্যাপারে শতভাগ নিশ্চিত হতে হবে। পরীক্ষায় উত্তীর্ন হতে খুব একটা সমস্যায় পড়তে হবে বলে মনে হচ্ছে না। সে ঢাকা প্রিমিয়ার লীগে এর মধ্যে খেলবে। যে প্রক্রিয়ায় তাকে সংশোধনের কথা বলা হয়েছে, এরই মধ্যে সে প্রক্রিয়ায় বোলিংয়ের সঙ্গে মানিয়ে নিতে স্বাচ্ছন্দ বোধ করবে। তারপর যখন আমরা তার ব্যাপারে খুশি হব, তখনই তাকে পাঠানো হবে।’
গত ১৫ মার্চ চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষায় খুব একটা ত্রæটি ধরা পড়েনি তাসকিনের, তা জানিয়েছেন হিথ স্ট্রিকÑ ‘আমার কাছে তাসকিনের বোলিং অ্যাকশন কখনো অবৈধ মনে হয়নি। যখন সে পেছন থেকে অনুভ‚মিকভাবে বল করছে, তখন ১০০ পার্সেন্ট কনুই সোজা থাকছে। তাসকিন সেখানে (চেন্নাইয়ের পরীক্ষাগারে) ৪০টির মতো ডেলিভারী দিয়েছে, যেখানে মাত্র তিনটি ডেলিভারী অবৈধ ধরা পড়েছে। যা খালি চোখে দেখা সম্ভব নয়। এসব ডেলিভারী দ্রæত সারিয়ে তোলা সম্ভব।’
বোলিং কোচ হিসেবে ২ বছরের মেয়াদের পুরোটা সময় তাসকিনের সঙ্গে কাটিয়েছেন। ৩ দফায় ইনজুরিতে পড়েছেন তাসকিন, প্রতিবারই দ্রæততম সময়ের মধ্যে তাসকিনকে ফিরিয়ে এনেছেন জিম্বাবুয়ের স্বর্ন যুগের পেস অল রাউন্ডার হিথ স্ট্রিক। তাসকিনের যে তিনটি ডেলিভারী নিয়ে প্রশ্ন উঠেছে, সেই তিনটি ডেলিভারী বৈধ উপায়ে না হওয়ায় ক্লান্তিকে কারন হিসেবে দেখছেন হিথ স্ট্রিকÑ ‘আমি তার সঙ্গে প্রথম যখন কাজ শুরু করি, তখন থেকে তার বোলিং অ্যাকশন খুব একটা পাল্টায়নি। আমাদের কখনও সন্দেহ করার মতো কোনো কারণ ছিল না। তাই আমিও বিস্মিত হয়েছিলাম। তার দ্রæত গতির সব ডেলিভারি ত্রুটিমুক্ত। তার শ্লেয়ার বাউন্সারে একটু সমস্যা পাওয়া গেছে, এটা ক্লান্তির কারণে হতে পারে।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) গুজরাট লায়ন্সের বোলিং কোচের দায়িত্ব নিতে দু’একদিনের মধ্যে ঢাকা ছেড়ে যাবেন হিথ স্ট্রিক। যাবার আগে তাসকিনের বোলিং অ্যাকশনে সংশোধনের ফর্মূলা দেখিয়ে দিয়েছেন তাসকিনকে। তার অনুপস্থিতিতে বিসিবি’র ২ পেস বোলিং কোচ তাসকিনকে নিয়ে করবেন কাজ, তারাও জেনে গেছেন হিথ স্ট্রিক নির্দেশিত ফর্মূলা। ভারতে অবস্থানকালে তাসকিনের সঙ্গে থাকবে যোগাযোগ হিথ স্ট্রিকের। প্রয়োজনে বিসিবি’র ডাকে সাড়া দিয়ে সেখান থেকে যখন-তখন ঢাকায় আসাও সম্ভব বলে মনে করছেন বিসিবি’র সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনÑ ‘তাসকিনকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আইপিএলএ’র অ্যাসাইনমেন্টে হিথ স্ট্রিক ভারতের চরে গেলেও সমস্যা হবে না। যে সব প্রক্রিয়ায় তাসকিনের বোলিং অ্যাকশন সংশোধন করা হবে, সেই কাজটি হিথ স্ট্রিকের অনুপস্থিতিতে করবেন স্থানীয় ২ কোচ। তাছাড়া ভারত থেকে যখন-তখন হিথ স্ট্রিক এখানে আসতে পারবেন। আর যোগাযোগের সব মাধ্যম তো খোলা থাকছেই।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন