শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

একদিনে বিএনপির ভোট বাড়ছে ১০ লাখ -মওদুদ আহমদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ২:২৪ পিএম | আপডেট : ৫:২৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত জামিন ও মুক্তি দাবি করে দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, একদিনের বিলম্ব আমাদের জন্য প্লাস পয়েন্ট আর সরকারের জন্য মাইনাস পয়েন্ট। খালেদা জিয়ার একদিন কারাগারে থাকা মানে, বিএনপির ১০ লাখ ভোট বাড়ছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়া মুক্তি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি।
শান্তিপূর্ণ আন্দোলনে খালেদা জিয়ার মুক্তি ও সরকার হটানো হবে মন্তব্য করে মওদুদ বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের পতন ঘটিয়ে আমরা দেখিয়ে দেবো। নির্বাচনের মাঠে নামলে পরিবেশ পাল্টে যাবে।
বিএনপি নেত্রী খালেদা জিয়া অন্যায়ভাবে কারাবন্দি বলেও অভিযোগ করেন মওদুদ।

বিএনপি ঐক্যবদ্ধ ও শক্তিশালী মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এ নেতা বলেন, ভাঙা-ভাঙির কথা বলেন কেন? বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। এখন পারবে কীভাবে? এখনতো যুদ্ধের সময়, ঐক্যবদ্ধ থাকার সময়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমালোচনা করে মওদুদ বলেন, আমরা প্রধানমন্ত্রীর মুখ থেকে সত্য শুনতে চাই। এদেশের তরুণরা তার মুখ থেকে সত্য শুনতে চায়। মিথ্যাচার শুনতে চায় না। আপনি আমাদের সমালোচনা করুন। কিন্তু এমনভাবে বক্তব্য দেবেন না যেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করে। তরুণরা কি শিখছে, কি জানছে।

‘সরকার জানে তাদের জনপ্রিয়তা একবারেই নেই। আগামী নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত। এ জন্য সরকার খালেদা জিয়াকে কারাবন্দি করেছে, বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতার করছে, মামলা দিচ্ছে, গুম-খুন করছে।’

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমালোচনা করে তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাখা হয়েছে বিরোধীদলকে দমন করার জন্য। তাদের এই একটাই কাজ। তারা হত্যা, ধর্ষণসহ সমাজে ঘটে যাওয়া নানা অপরাধ দমনে কোনো কাজ করছে না। তাদের এটাই শেখানো হচ্ছে।

‘খালেদা জিয়ার দূরদর্শী নির্দেশনায় আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে সরকার খুশি নয়। সরকার চেয়েছে আমাদের বিক্ষুব্ধ নেতা-কর্মীদের উসকানি দেবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
গনতন্ত্র ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ৪:৪৪ পিএম says : 3
"আগ্নেয়াস্র", তোমাদের আছে আগ্নেয়াস্র,কলম আমাদের হাতিয়ার; কলমের খোঁচায় খুলিবো কারাগার,কার হাড়িতে কত ভোট দেখি একবার । চলবে না আর গলাবাজি,জেগেছে জনতা,জেনে গেছে তোমাদের কাজকারবার; কেচু তুলতে সাপ উঠিয়েছো, ছোবল যে খেতে হবে এবার। মায়াকান্না যতই কাঁদো লাভ হবেনা, শান্তিপ্রিয় জনতা বুঝে গেছে মতলব তোমার; কোন দেহাইয়ে পার পাবেনা,ত্রিশলক্ষ শহীদের বিনিময়ে এ দেশ সবার ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন