বিনোদন ডেস্ক: গত দুই বছরে দু’টি করে মাত্র ৪টি মৌলিক গান প্রকাশ পেয়েছে গø্যামারাস কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমীর। এবার মোট ১৮টি মৌলিক গান প্রকাশ করবেন তিনি। গত ২২ ফেব্রæয়ারি তার নতুন এই যাত্রা শুরু হয়েছে ‘অভিমানী মন’ প্রকাশের মধ্য দিয়ে। মুনরাসীনের লেখা গানটির সুর-সংগীতায়োজন করেছেন মেহেদী হাসান। গানটি মেলো রক ধাঁচের। এর চমৎকার ভিডিও নির্মাণ করেছেন মঞ্জু আহমেদ। এতে আয়েশার বিপরীতে মডেল হয়েছেন আদিব। নির্মাণ হয়েছে কক্সবাজার সৈকতে। আর ভিডিওটি প্রকাশ পেয়েছে প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। আয়েশা বলেন, ‘আমি সচরাচর মঞ্চে ফোক ঘরানার গানই পরিবেশন করি। কিন্তু এবার পুরো মেলো রক গাইলাম। উল্লেখ্য, ২০১২ সালে চ্যানেল নাইনের রিয়েলিটি শো ‘পাওয়ার ভয়েস’-এর মাধ্যমে আয়েশা মৌসুমীর প্রথম পরিচিতি ঘটে। মাঝে ৩ বছরের বিরতি শেষে ২০১৫ সালে ‘চাঁদের গায়ে চাঁদ লেগেছে’ গানটি গেয়ে আবার লাইম লাইটে আসেন।
মন্তব্য করুন