মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রাওয়াতের বক্তব্য দায়িত্ব পরিপন্থী : বদরুদ্দিন

সেনা প্রধানের মন্তব্যে ভারতজুড়ে রাজনৈতিক বিতর্কের ঝড়

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক :  ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের একটি মন্তব্য ভারতে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি করেছে। তিনি বলেছেন, আসাম রাজ্যে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এআইইউডিএফ)-এর জনপ্রিয়তা বিজেপির চেয়েও দ্রæতহারে বাড়ছে। এর বৃদ্ধির পেছনে রয়েছে মুসলিমদের সমর্থন। এ প্রসঙ্গে এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল এক টুইটে বলেছেন, এ ধরনের বক্তব্য দিয়ে সেনাপ্রধান রাওয়াত রাজনীতিতে জড়িয়ে পড়েছেন, যা সংবিধানে তাকে দেওয়া দায়িত্বের পরিপন্থী। পরে তিনি গৌহাটিতে সাংবাদিকদের বলেন, আমরা জেনারেল রাওয়াতকে অনেক শ্রদ্ধা করি। তবে আমি মনে করি, তাকে ভুল তথ্য দেওয়া হয়েছে, বিভ্রান্ত করা হয়েছে। সেনাপ্রধান যদি আসামে চলমান জনসংখ্যা পরিবর্তনের কথা বলে থাকেন, তবে তা নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের। ‘যারাই আমাদের সীমান্ত অতিক্রম করার চেষ্টা করবে, তাদেরই গুলি করা হবে’- মতের পক্ষে আমরা। অনুপ্রবেশের ফলে আসামের জনসংখ্যা বদলানোর অভিযোগের প্রেক্ষাপটে ১৯৭৯ থেকে ১৯৮৫ পর্যন্ত আসামে সহিংস বিক্ষোভ হয়। ১৯৮৫ সালে আসাম চুক্তির মাধ্যমে এর অবসান হয়। সরকার ১৯৫১ সালের পর এবার প্রথমবারের মতো ‘ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স’ (এনআরসি) হালনাগাদ করছে। আজমল মুসলিম স¤প্রদায়ের সমস্যাবলী নিরসনের লক্ষ্যে ২০০৫ সালে এআইইউডিএফ গঠন করেন। লোকসভায় দলটির তিনজন এমপি রয়েছে, আসামে বিধান সভায় রয়েছে ১৩ সদস্য। তিনি সুস্পষ্টভাবে বলেন, তার দল অন্তর্ভূক্তিবাদে বিশ্বাস করে। তিনি বলেন, ‘মানুষজন বলে আমরা মুসলিম দল। কথাটি মিথ্যা। আমরা সবসময় নির্বাচনে আমাদের হিন্দু ভাইদের ২০-২৫টি আসন দিয়ে থাকি। আমরা সবাই ভারতীয়।’ বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র টিভিতে বলেন, সেনাপ্রধান জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। আর্থ-সামাজিক, জনসংখ্যাগত, সাংস্কৃতিক বিষয়াদি নিয়ে কথা বলাটা স্বাভাবিক। সেনাপ্রধানকে তার মন্তব্যের জন্য সালাম জানানো উচিত। তবে সিনিয়র কংগ্রেস নেতা গোলাম নবি আজাদ সেনাপ্রধানের মন্তব্য নিয়ে সরাসরি বক্তব্য না দিয়ে বলেছেন, আমি কেবল এটুকুই বলব, আগামী দিনে আপনারা আরো ভয়াবহ কথা শুনবেন। পিএনবি জালিয়াতি থেকে নজর সরিয়ে নিতে বিজেপি’র অনেক নেতা, অনেক দলের বিরুদ্ধে আঙুল তুলবে। ফলে বিজেপি মন্ত্রীরা এবং তাদের মুখপাত্ররা জনগণের মনোযোগ সরিয়ে দেওয়ার জন্য সম্ভব সবকিছু করবে। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি জেনারেল রাওয়াতের সমালোচনা করেছেন। তিনি টুইটারে বলেন, রাজনৈতিক বিষয়াদিতে হস্তক্ষেপ করা কিংবা কোনো রাজনৈতিক দলের ব্যাপারে কথা বলা সেনাপ্রধানের দায়িত্ব নয়। এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Wahid Himu ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৫৩ পিএম says : 0
asad uddin owisi is the real voice of Indian muslim.
Total Reply(0)
Emran Hossain ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৫৩ পিএম says : 0
অবশ্যই
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন