শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আজ ঢাকায় কালো পতাকা প্রদর্শন করবে বিএনপি

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

 স্টাফ রিপোর্টার : ঢাকায় সমাবেশের অনুমতি না দেয়ার প্রতিবাদে আজ শনিবার ঢাকায় ‘কালো পতাকা’ প্রদর্শন করবে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়ে বলেছেন, ঢাকায় যে সমাবেশ করার কথা ছিলো, এই সমাবেশ পুলিশ করতে না দেয়ার পৈশাচিক জিঘাংসার প্রতিবাদে আমরা শনিবার ঢাকায় কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেটা সংশোধন হয়ে কালো পতাকা প্রদর্শন কর্মসূচী হবে। বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মী, জাতীয়তাবাদী শক্তি ও গণতন্ত্রকামী মানুষজন যে যেখানে যে অবস্থানে থাকবেন তারা কালো পতাকা প্রদর্শন করবেন- এই আহবান আমরা করছি। এদিকে গতকাল বিকেলে এক আলোচনা সভার শেষ দিকে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, সকাল ১১ টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা প্রদর্শন কর্মসূচী শুরু হবে। সর্বস্তরের নেতাকর্মীদেরকে কর্মসূচীতে অংশ নেয়ার আহŸান জানান তিনি। প্রসঙ্গত গত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটি মামলায় ৫ বছরের সাজা দেন আদালত। এই সাজা বাতিল এবং তার কারামুক্তির দাবিতে গত বৃস্পতিবার (২২ ফেব্রæয়ারি) ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যান বা নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু অনুমতি না দেয়াতে ঢাকায় কালো পতাকা প্রদর্শন কর্মসূচীর ঘোষণা দেয় বিএনপি

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
reyed ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৫৭ এএম says : 0
data dat chapa sob kosto hajom korta hoba .pro uttor ra somoy akhono asane .vejoy sabor karedr sata assan.
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন