শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সিরিয়া সঙ্কটে চীনের প্রথম বিশেষ দূত নিয়োগ

প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়া সঙ্কটে প্রথম এক কূটনীতিককে বিশেষ দূত নিয়োগ করেছে চীন। মধ্যপ্রাচ্যে আরও সক্রিয় ভূমিকা রাখতেই এ পদক্ষেপ নিয়েছে দেশটি। চীনের নিয়োগ করা নতুন এ বিশেষ দূত এর আগে ইরানের রাষ্ট্রদূত হিসাবে কাজ করেছিলেন। তাছাড়া, সর্বসম্প্রতি ইথিওপিয়া এবং আফ্রিকান ইউনিয়নে চীনা রাষ্ট্রদূত হিসাবেও তিনি কাজ করেছেন। তার নাম ঝিয়ে ঝিয়াওয়ান বলে দৈনিক এক নিউজ ব্রিফিংয়ে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হং লি। তেল সরবরাহের জন্য মধ্যপ্রাচ্যের ওপর নির্ভর করলেও চীন ওই অঞ্চলের কূটনীতির বিষয়টি সবসময় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্যান্য স্থায়ী সদস্য যেমন : যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং রাশিয়ার ওপরই অর্পন করে এসেছে। কিন্তু বর্তমানে চীন ওই অঞ্চলের কার্যকলাপে আরও সক্রিয়ভাবে জড়িত হতে চাইছে। বিশেষ করে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং বিরোধীপক্ষকে নিয়েও সাম্প্রতিক আলোচনা উদ্যোগে চীন জড়িত থাকছে। জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত স্তাফান ডি মিস্তুরাকে মধ্যস্থতায় সহায়তা করছে চীন সেইসঙ্গে প্রয়োজনে ওই অঞ্চলে মানবিক সাহায্যও পাঠাচ্ছে দেশটি। চীনা পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হং লি বলেন, নতুন বিশেষ দূত নিয়োগ সিরিয়া শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে সহায়ক হবে এবং এ ব্যপারে চীনের প্রস্তাব এবং দৃষ্টিভঙ্গিও আরও সক্রিয়ভাবে তুলে ধরা সহজ হবে। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন