বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কূটনীতিক-মার্কিন সেনাদের তুরস্ক থেকে প্রত্যাহার

প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নিরাপত্তার কারণে দক্ষিণ তুরস্ক  থেকে তাদের কুটনীতিক ও সেনা সদস্যদের সরে যেতে নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। অ্যাসোসিয়েট প্রেসের খবরে বলা হয়, মার্কিন নাগরিকদের তুরস্ক ভ্রমণ থেকেও বিরত থাকতে বলা হয়েছে। স্টেট ডিপার্টমেন্ট জানায়, আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠির কাছে বিদেশি ও মার্কিন ভ্রমণকারীরাই এখন মূল লক্ষ্য। মার্কিন নাগরিকদের সব সময় সতর্ক থাকার নির্দেশনা দেয়া হচ্ছে। মার্কিন সেনাবাহিনীর ইউরোপিয়ান কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে এই অঞ্চলে মার্কিন নাগরিকদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তুরস্কের রাষ্ট্রপতি এরদোগান ওয়াশিংটনের উদ্দেশে যাত্রা করার পরই মার্কিন প্রশাসন এমন নির্দেশনা জারি করল। ন্যাটো সদস্য তুরস্ক আইএস দমন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে কাজ করছে। সাম্প্রতিক সময়ে কুর্দি যোদ্ধাদের বিষয়ে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। তুরস্ক জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখলেও কুর্দিদের সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন। আলজাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন