মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

লাহোর হামলার ঘটনায় কয়েকশ’ গ্রেপ্তার

প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের লাহোরের একটি পার্কে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার পর জোরালো সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছে সেনাবাহিনী। আশপাশের ৫টি শহরে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ সন্দেহভাজন কয়েকশ’ লোককে গ্রেপ্তার করা হয়েছে। গুলশান-ই-ইকবাল পার্কের গত রবিবারের ওই হামলায় কমপক্ষে ৭২ জন নিহত হয়। এর মধ্যে অনেকেই ছিল পার্কে বেড়াতে আসা পরিবারগুলোর লোকজন এবং শিশু। গুজব রটেছিল খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে লক্ষ্য করে খ্রিস্টানদের উপরে এই হামলা চালিয়েছে ইসলামী চরমúন্থীরা। কিন্তু হামলায় নিহতদের মধ্যে খ্রিস্টানদের চেয়ে মুসলিমদের সংখ্যাই ছিল বেশি। বিবিসি জানিয়েছে, হামলার পর থেকেই পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহীল শরিফ সন্ত্রাসীদের সন্দেহজনক ঘাঁটির ওপর নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু করার নির্দেশ দেন। সরকারি আধাসামরিক বাহিনী মিলে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হচ্ছে। গত সোমবার রাতে প্রধানমন্ত্রী নাওয়াজ শরীফ দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন টিভিতে। জঙ্গি নিধনে সম্ভাব্য সবকিছু করার আশ্বাস দেন তিনি। পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ পাঞ্জাবেই নওয়াজ শরীফের রাজনৈতিক ঘাঁটি। এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন