বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মহেশপুর আ.লীগের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলার সড়াতলা গ্রামে ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল বুধবার ভোর রাতে কে বা কারা অফিসে আগুন ধরিয়ে দিলে ফতেপুর ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় প্রার্থী সিরাজুল ইসলামের নির্বাচনী কার্যালয় পুড়ে যায়। এ ঘটনার জন্য ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা বিএনপি জামায়াতকে দায়ী করেছে। খবর পেয়ে র‌্যাব, বিজিবি ও পুলিশ গতকাল বুধবার দুপুরে আগুনে পোড়া নির্বাচনী অফিস পরিদর্শন করেছে। মহেশপুর থানার ডিউটি অফিসার এএসআই গোপাল চন্দ্র জানান, গতকাল বুধবার ভোর রাতে কে বা কারা সড়াতলা গ্রামে আওয়ামী লীগের নির্বাচনী অফিস হিসেবে ব্যবহুদ রাসেল স্মৃতি সংঘে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের চেয়ার টেবিল, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি পুড়ে গেছে। তিনি আরো জানান, পুলিশ তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছে। এদিকে স্থানীয় সড়াতলা গ্রামের আওয়ামী লীগ নেতা রওশন আলী ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিঠু অভিযোগ করেছেন, ঘটনার সাথে বিএনপি ও জামায়াতের নেতা কর্মীরা জড়িত। রাতের আঁধারে তারাই নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে। তবে মহেশপুরের ফতেপুর ইউনিয়নে বিএনপির দলীয় প্রার্থী আবুল কাসেম সরদার জানান, পুলিশ ও সরকারিদলের ক্যাডার বাহিনীর দাপটে আমরাই কোনঠাসা। আমরা কেন এ কাজ করতে যাব। তিনি বলেন তারা নিজেরাই অফিসে আগুন দিয়ে বিএনপির উপর দোষা চাপাচ্ছে। একই কথা জানালেন জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, পরাজয় নিশ্চিত ভেবে আওয়ামী লীগের লোকজনই নিজেদের অফিস পুড়িয়ে এখন আমাদের উপর দোষ চাপাচ্ছে। এদিকে নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনায় বুধবার দুপুরে ফতেপুর ইউনিয়ন যুবলীগ নেতা সামাউল ইসলাম মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লবকে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে প্রত্যাহার করায় অভিযোগটি এখনো এহাজার হিসেবে রেকর্ড করা হয়নি বলে থানা থেকে বলা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন