শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সুমনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

কুমিল্লা উত্তর সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে কর্মরত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শাহিনুল আলম সুমনের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিাযোগ পাওয়া গেছে।
জানা যায়, শাহিনুল আলম সুমন ইনডোর ও আউট ডোরের সকল রোগীকে তার পছন্দ মত ক্লিনিকে মোটা অংকের কমিশনের চুক্তিতে বিভিন্ন পরীক্ষার জন্য যেতে বাধ্য করছে।
এবিষয়ে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) বরাবর গনস্বাক্ষরসহ ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান স্বাক্ষরিত একটি অভিযোগ করেছেন। এবিষয়ে কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মো. মজিবুর রহমানের সাথে ফোনে কথা হলে তিনি জানান ডাঃ সুমনের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বিভাগীয় পরিচালকের নিকট অভিযোগ আছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। অভিযোগের বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মো. জালাল হোসেনের নিকট ফোন করলে তিনি বলেন এলাকার কিছু লোক স্বাক্ষরসহ অভিযোগ করেছে বলে শুনেছি। তবে বিভাগীয় পরিচালক মহোদয় তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নিবেন। ডাঃ শাহিনুল আলম সুমনের সাথে কথা হলে তিনি বলেন আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন