শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আইপিএলে ডিআরএস

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ বিতর্কের পরে শেষ পর্যন্ত আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রেফারেল পদ্ধতিতে এই প্রযুক্তি ব্যবহারের বিপক্ষে প্রায় এক বছর যাবত বিসিসিআই নিজেদের সিদ্ধান্তে অবিচল ছিল। কিন্তু ২০১৬ সালে ইংল্যান্ডের ভারতীয় সফরে এই প্রযুক্তি ব্যবহার শুরু হলে বেশ কিছু সফলতা আসায় আইপিএল এর ১১তম আসরে এটি চালু করার সিদ্ধান্ত হয়।
স্থানীয় গণমাধ্যমের সূত্র মতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে বিসিসিআই বিষয়টি নিয়ে বেশ কয়েকবার চিন্তা করেছে। এক কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে, সব ধরনের প্রযুক্তি ভালভাবে ব্যবহৃত হলে ডিআরএস কেন নয়?
গত বছর ডিসেম্বরে বিসিসিআই ১০জন আম্পায়ারের সংক্ষিপ্ত তালিকা করেছিল যারা আইপিএল’এ ম্যাচ পরিচালনা করে থাকে। তাদের নিয়ে পরীক্ষামূলকভাবে ডিআরএস সেসন পরিচালনা করা হয়েছে। আইসিসি আম্পায়ারর্স কোচ ডেনিস বার্নস ও আম্পায়ার পল রাইফেল এখানে মেন্টর হিসেবে কাজ করেছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন