শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মঞ্চে নতুন নাটক পাঁজরে চন্দ্রবান

প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম | আপডেট : ৯:০৭ পিএম, ৪ মার্চ, ২০১৮

বিনোদন ডেস্ক: নাট্যশিল্পের মুক্ত ভাষায় পরিবেশনা বিদ্যার বিচিত্র পদ্ধতি ও প্রণালীর সংশ্লেষ ঘটিয়ে দৈশিক ও বৈশ্বক জীবন-বাস্তবতার বিশেষ বোধ সৃজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অভিমুখ। এই বিভাগের ব্যবস্থাপনা ও প্রযোজনায় পাঁচদিন ব্যাপী এক বর্ণিল নাট্য প্রদর্শনীর আয়োজনে ‘পাঁজরে চন্দ্রবান’ নাটকটি মঞ্চস্থ হবে। নাটকটি রচনা করেছেন বিভাগের সহকারি অধ্যাপক, মেধাবী তরুণ নাট্যকার, নির্দেশক ও তাত্তি¡ক শাহমান মৈশান এবং নির্দেশনা দিয়েছেন বিভাগের অধ্যাপক ও উপমহাদেশের বহুমাত্রিক নাট্যব্যাক্তিত্ব ড. ইসরাফিল শাহীন। মানব আত্মা সম্পর্কিত এই নাটকে নাট্যিক আয়তনের ভৌত স্থান মহাকর্ষীয় দৃশ্যগত বিবাদের উদ্ভট কাল্পনিকতায় রূপান্তরিত হয়। স্বৈরশাসকের একনায়কতন্ত্র, বুদ্ধিবৃত্তির আমলাতন্ত্র, প্রেমাতাল আকাক্সক্ষা, প্রতিশ্রæত ভূমি, গনতন্ত্রের স্ববিরোধীতা ও প্রচলিত বিষাক্ত আত্মার ভঙ্গুরতায় জরাজীর্ণ ব্যক্তিত্বের আখ্যান ‘পাঁজরে চন্দ্রবান’। ৫ মার্চ সন্ধ্যা ৭ টায় বিভাগের নিজস্ব মিলনায়তন নাট-মন্ডলে এবং ৬ হতে ৯ মার্চ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭ টায় একই সময়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে নাটকটি মঞ্চস্থ হবে। ‘পাঁজরে চন্দ্রবান’ নাটকটিতে অভিনয় করবেন বিভাগের এম.এ শিক্ষার্থীবৃন্দ। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনায় আশিক রহমান লিয়ন, সংগীত পরিকল্পনায় কাজী তামান্না হক সিগমা ও সাইদুর রহমান লিপন এবং কোরিওগ্রাফিতে অমিত চৌধুরী। উল্লেখ্য, ‘পাঁজরে চন্দ্রবান’ নাটকটি ভারতে অনুষ্ঠিত থিয়েটের অলিম্পিকে ১৩ মার্চ পাটনা ও ১৪ মার্চ দিল্লিতে মঞ্চস্থ হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন