বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

নওয়াজের রাজনৈতিক ভাগ্য সুপ্রসন্নের ইঙ্গিত

নির্বাচনের পর ক্ষমতাসীন দলের হাতে পাকিস্তান সিনেটের নিয়ন্ত্রণ

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গোপন ব্যালটে নির্বাচন অনুষ্ঠানের পর পাকিস্তান সিনেটের নিয়ন্ত্রণ পেল ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। গত শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী গ্রীষ্মে সাধারণ নির্বাচনের আগে এটা ক্ষমতাসীন দলটির জন্য একটি বড় সুখবর বলে মনে করা হচ্ছে। এই ফলাফল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের রাজনৈতিক ভাগ্য সুপ্রসন্ন করতে পারে বলে স্থানীয় মিডিয়ায় বলেছেন বিশ্লেষকরা। গতবছর জুলাইয়ে সুপ্রিম কোর্টের এক রায়ের পর প্রধানমন্ত্রিত্ব হারাতে হয় শরীফকে। শরীফ কন্যা এবং তার উত্তরসূরি হিসেবে বিবেচিত মরিয়ম নওয়াজ শরীফ এক টুইটে বলেন, ‘পিএমএল-এন এখন সিনেটেও একক বৃহত্তম দল, মাশাল্লাহ।’ সিনেটের ৫২টি আসনের নির্বাচনে পিএমএল-এন সমর্থিত প্রার্থীরা ১৫টি আসন লাভ করে। এর ফলে উচ্চকক্ষে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-কে ছাড়িয়ে যেতে সক্ষম হলো দলটি। পিপিপি প্রার্থীরা ১২টি আসনে জয়ী হন। ফলে মিত্রদের সাথে নিয়ে ১০৪ আসনের সিনেটে কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সক্ষম হবে পিএমএল-এন। ছয় বছর মেয়াদের জন্য নতুন সিনেটর নির্বাচনে প্রাদেশিক পরিষদ ও কেন্দ্রীয় পার্লামেন্টের সদস্যরা গোপন ব্যালটে ভোট দেন। ২০১৫ সালের সিনেট নির্বাচনের এবারও আইন প্রণেতাদের তাদের মোবাইল ফোন সঙ্গে রাখার অনুমতি দেয়া হয়নি। সিনেটে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ফলে পিএমএল-এন সংবিধান পরিবর্তন করে শরীফকে আবারো ক্ষমতায় ফিরিয়ে আনার পথ সুগম করতে পারবে। তবে এর আগে এ বছরের শেষ দিকে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে দলটিকে জয়ী হতে হবে। পিএমএল-এন যদিও সংবিধান পরিবর্তনের বিষয়ে কিছু বলেনি কিন্তু শরিফের ক্ষমতাচ্যুতির পর থেকে সুপ্রিম কোর্টের সঙ্গে দলটির দ্ব›দ্ব চলছে। গত মাসে সুপ্রিম কোর্ট শরীফকে দলীয় প্রধানের পদে অযোগ্য ঘোষণা করে। বিচার বিভাগের তীব্র সমালোচনা করেন শরীফ। তার দল ও পাকিস্তানের বেসামরিক নেতাদের বিরুদ্ধে আদালত ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন