বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মওদুদের দুর্নীতি মামলার বিচার নিম্ন আদালতে চলবে -আপিল বিভাগ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৮, ১২:৫৬ পিএম

মওদুদ আহমেদের বিরুদ্ধে দুদকের দায়ের করা দূর্নীতি মামলার বিচারপ্রক্রিয়া নিম্ন আদালতে চলবে বলে দেয়া হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের ওই আদেশ চ্যালেঞ্জ করে লিভ টু আপিল পিটিশন দাখিল করেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ। আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এর নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের একটি বেঞ্চ মওদুদের আবেদনটি খারিজ করে হাইকোর্টের নির্দেশ বহাল রাখেন।

২০০৭ সালের ১৬ই সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন মওদুদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনে মামলা দায়ের করে।

এ মামলায় নিম্ন আদালতে মওদুদের বিরুদ্ধে চার্জ গঠন করা হলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পিটিশন করেন তিনি। গত বছর ২৫শে জুলাই হাইকোর্ট ওই পিটিশন খারিজ করে দেয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন