শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ভারতে গণতন্ত্র একটা তামাশা-বলিউডের প্রযোজক-পরিচালক করণ জোহর

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের বলিউডের প্রযোজক-পরিচালক করণ জোহর বলেছেন, ‘দেশে চরম অসহিষ্ণুতা বিরাজ করছে, আমার ভাবতে অবাক লাগে, আমরা কি গণতান্ত্রিক? বাকস্বাধীনতা কোথায় এখানে? আমার তো মনে হয়, গণতন্ত্র একটা তামাশা।’
অসহিষ্ণুতা বিতর্কে আগের বছরটায় পড়তে হয়েছিল মোদী সরকারকে। নতুন বছর শুরু হতে না হতেই এক দলিত ছাত্রের আত্মহত্যার ঘটনায় ফের উত্তাল গোটা ভারত। এখানে মত প্রকাশের স্বাধীনতা নেই বলে অভিযোগ করে সেই আগুনে ঘি ঢেলে দিলেন চিত্রপরিচালক করণ জোহর এবং ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। বলিউডের করণ মুখ খুলেছেন জয়পুর সাহিত্য উৎসবে আর রামচন্দ্র কেন্দ্রীয় সরকারকে কঠোর সমালোচনা করেছেন মুম্বাইয়ে।
জয়পুরে করণ জোহর বলেন, ‘আমরা এমন একটা দেশে থাকি, যেখানে নিজের মনের কথা বললে মানুষের জেল হতে পারে। আর অসহিষ্ণুতা নিয়ে কথা বলে সরকারের সঙ্গে লড়াই লেগে যায়, কিন্তু আমি লড়াইয়ে যেতে চাই না।’
রামচন্দ্র গুহ তো আরো তীক্ষèভাবে বলেছেন, এ দেশে মনন-চর্চায় মোদী সরকারের চেয়ে বেশি বিরোধিতা সম্ভবত আর কেউ করেনি। বর্তমান সরকারকে সবচেয়ে ‘অ্যান্টি-ইন্টেলেকচুয়াল’ সরকার বলে দাবি করেন তিনি।
গত বছরের শেষ দিকে অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলেই কেন্দ্রীয় সরকারের রোষের মুখে পড়েছিলেন শাহরুখ খান ও আমির খান।
শাহরুখ এক সময় ‘দেশে চরম অসহিষ্ণুতা বিরাজ করছে’ জাতীয় মন্তব্য করেও শেষমেশ পিছিয়ে আসতে বাধ্য হন। আমির খানকেও তার মন্তব্যের জন্য কৈফিয়ৎ দিতে হয়েছে। বিজেপির একাধিক নেতা-মন্ত্রী বলিউডের এই দুই তারকাকে দেশদ্রোহী তকমা দিতেও পিছপা হননি। এই প্রেক্ষাপটে জয়পুর সাহিত্য উৎসবে লেখিকা শোভা দে এবং পুনম সাক্সেনার প্রশ্নের উত্তর দিচ্ছিলেন করণ। আলোচনার ফাঁকে উঠে এসেছিল অসহিষ্ণুতার প্রসঙ্গ।
করণ জানিয়ে দেন, ‘এ দেশে বাকস্বাধীনতার কোনো জায়গা নেই। আমার ভাবতে অবাক লাগে, আমরা কি গণতান্ত্রিক? বাকস্বাধীনতা কোথায় এখানে? আমার তো মনে হয়, গণতন্ত্র একটা তামাশা।’
গত বছর একটি টিভি শোয়ে অশালীন মন্তব্য করার জেরে করণসহ বলিউডের এক ঝাঁক তারকার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল।
করণ ওই দিন বলেছিলেন, ‘নিজেকে সব সময় বেঁধে রাখতে হয়। যাই করি না কেন, একটা করে এফআইআর দায়ের হয়। এই যে এই মঞ্চে এত কিছু বলছি। জানি না বাড়ি ফিরে কী অপেক্ষা করছে আমার জন্য।’
করণ জানান, অসহিষ্ণুতা প্রসঙ্গে মুখ খুলে শাহরুখ-আমিরের মতো তার বন্ধু-সহকর্মীদের যেভাবে হেনস্থা হতে হয়েছে, সেই রাস্তা তিনি মাড়াতে চান না।
রামচন্দ্র গুহর বক্তব্যও ছিল অনেকটা একই। তিনি তাদের সঙ্গে সুর মিলিয়ে বলেন, ‘নিজেদের মত প্রকাশ করার জন্যই নরেন্দ্র দাভোলকর, গোবিন্দ পানসারে আর কালবুর্গীর মতো ব্যক্তিত্বকে খুন হতে হয়েছে দক্ষিণপন্থী হিন্দুত্ববাদীদের হাতে।’ তবে তার বক্তব্য, শুধু বিজেপি নয়, কংগ্রেসও চাইলে এই খুনগুলো আটকাতে পারত। মনে করিয়েছেন, এই একই প্রবণতার বশবর্তী হয়ে এক সময় সালমান রুশদির ‘স্যাটানিক ভার্সেস’ নিষিদ্ধ করেছিলেন রাজীব গান্ধী। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন