শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

প্রথমবারের মতো চার ভাষায় ওয়েব সিরিজ

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: প্রথমবারের মতো নির্মিত হচ্ছে চার ভাষার ওয়েব সিরিজ ‘দ্য প্রটেক্টর’। বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ ও আরবি এই চার ভাষায় নির্মিত হবে সিরিজটি। কনটেক্স জি-ফিল্মসের ব্যানারে নির্মিতব্য অ্যাকশন-থ্রিলারধর্মী সিরিজটি পরিচালনা করছেন অনিক কান্তি সরকার। গল্প লিখেছেন অনিক কান্তি সরকার ও নোমান হোসেন। এর কেন্দ্রীয় চরিত্র সাজিদ খানের ভ‚মিকায় অভিনয় করেছেন অন্তু করিম। সিরিজটির গল্পে দেখা যাবে, ২০২০ সালের উন্নয়নশীল বাংলাদেশকে। সে সময় দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছে বহির্বিশ্বের কিছু মহল। সেই চক্রান্তের সঙ্গে ঘটনাক্রমে জড়িয়ে পড়েন সাজিদের পুরো পরিবার। এ নিয়ে শুরু হয় অ্যাকশন আর রহসজনক ঘটনা। অন্তু করিম বলেন, মনের মতো একটি গল্প পেয়েছি। এমন সুন্দর একটি গল্পের অপেক্ষায় ছিলাম। কারণ সাজিদ চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। অনেক ঝুঁকিপূর্ণ স্টান্ট করতে হচ্ছে। তবে কাজটা বেশ উপভোগ করছি। আমার সব পরিশ্রম সার্থক হবে, যদি দর্শকদের ভালো লাগে কাজটি। অন্তু জানান, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান সিরিজটি দিয়ে। যেখানে শুধু ভাষাই নয়, নির্মাণ ও গল্প ভাবনাতেও থাকছে আন্তর্জাতিক আদল। সিরিজের ১২টি পর্বের জন্য ১২জন আলাদা নায়িকা থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন