মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

অভিনয়ে তানাজ রিয়া’র ১৫ বছর

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন: অভিনয়ের পথচলায় নাট্যাভিনেত্রী ও মডেল তানাজ রিয়া’র প্রায় ১৫ বছর হয়ে গেলো। দীর্ঘ পথচলায় বেশ কয়েকটি দর্শকপ্রিয় নাটক এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। বতর্মানে চারটি ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন। চারটি ধারাবাহিক নাটক হচ্ছে কায়সার আহমেদ’র ‘মহাগুরু’, সৈয়দ শাকিলের ‘প্রেমনগর’, জাহিদুল ইসলাম জাহিদের ‘বাচ্চুসমাচার’ এবং আশীষ রায়ের ‘ভালোবাসার রং’। চারটি ধারাবাহিক প্রচার হচ্ছে বাংলাভিশন, মাছরাঙ্গা, এশিয়ান ও এটিএন বাংলায়। চারটি ধারাবাহিকেই তানাজ রিয়া বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বলে তিনি জানান। ২০০৩ সালে শিশু শিল্পী হিসেবে তানাজ রিয়ার অভিনয়ে যাত্রা শুরু হয় বিটিভিতে প্রচারিত ‘যে পারো ভুলিয়ে দাও’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। এরপর একটু একটু করে নিজেকে অভিনয়ে পরিপক্ক করে তুলতে থাকেন। বিভিন্ন সময়ে তার অভিনীত দর্শকপ্রিয় নাটকের মধ্যে রয়েছে আমজাদ হোসেনের ‘মা তুই কেমন আছিস’, সৈয়দ শাকিলের ‘মামলাবাজ’, চান্দা মাহজাবিনের ‘বংশাল টু বারিধারা’, এস এ হক অলিকের ‘লেডিস ফার্স্ট’। তানাজ রিয়া প্রথম ‘এয়ারটেল’-এর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন অমিতাভ রেজার নির্দেশনায়। এরপর আরো ৬/৭টি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন তিনি। তানাজ রিয়া বলেন, ‘অভিনয়ে পথ চলায় এতটা বছর কেটে গেলো টেরই পাইনি। সবার সহযোগিতায় এই অঙ্গনে বেশ ভালোভাবে কাজ করে যাচ্ছি। সবার সহযোগিতার কারণে অভিনয়ই এখন আমার পেশা। আমি নিজেকে একজন পরিপূর্ণ অভিনেত্রী হিসেবে গড়ে তুলতে চাই।’ ৭ ডিসেম্বর জন্ম নেয়া তানাজ রিয়ার বাবা নূরুল ইসলাম ও মা হোসনে আরা গাজী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন