বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির উদ্যোগে নারীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: ঢাকায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত নারী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস) এর উদ্যোগে ডেইলি অবজারভার ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘জাতীয় উন্নয়নে নারীর ভূমিকা’ শীর্ষক আলোচনা ও আলোকিত নারীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য শান্তা মারিয়া (সাংবাদিকতায়) চিত্রনায়িকা পপি (অভিনয়ে), আঁখি আলমগীর (সঙ্গীতে) ও নূর ই ইয়াছমীন সিআইপি (নারী উদ্যোক্তা)-কে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নাসিমা আক্তার সোমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কারনিনা খোন্দকার, সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী, সাংগঠনিক সম্পাদক মারিয়া সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেশমা তোহা, দফতর সম্পাদক ইসমত জেরিন স্মিতা, কার্যনির্বাহী সদস্য রারজানা সুলতানা, সাংবাদিক সাবিরা ইসলাম, সোহেলী চৌধুরী, সুরাইয়া নাজনীন ও হাজেরা আক্তার মুক্তা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কানিজ ফাতেমা লুনা। বক্তারা বলেন, নারীরা জেগে উঠলে, নিজেদের অধিকারের বিষয়ে সচেতন হলে সমাজে পরিবর্তন আসবে। বাংলাদেশের সংবিধানসহ অন্যান্য আইনে নারীদের অধিকারের কথা বলা থাকলেও নারীরা অধিকার পাচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। প্রতিকূলতা মোকাবিলা করে নারীরা এগিয়ে চলেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন