শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নব্বই দশকের গান নিয়ে কুমার বিশ্বজিৎ

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন: নব্বই দশকের শুরুতে কুমার বিশ্বজিৎ তার প্রকাশিত বিভিন্ন ক্যাসেটে এমন কিছু গান করেছিলেন যা অনেক গানের মাঝে প্রায় হারিয়েই গিয়েছিলো। সেসব গানই নতুন করে শ্রোতা দর্শকের সামনে নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন তিনি। অনন্যা রুমা প্রযোজিত চ্যানেল আইয়ের সাপ্তাহিক গানের অনুষ্ঠান ‘আমার যতো গান’ অনুষ্ঠানে তিনি এমন কয়েকটি গান শ্রোতা দর্শকের জন্য গাইবেন। গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত গানগুলোর রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে চ্যানেল আইয়ের স্টুডিওতে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দিলরুবা সাথী। সপ্তাহের প্রতি রবিবার দুপুর দু’টোর সংবাদের পর ‘আমার যতো গান’ চ্যানেল আইতে প্রচার হয়। গতকাল অনুষ্ঠানটির রেকর্ডিং-এ কুমার বিশ্বজিৎ’র সঙ্গে আরো উপস্থিত ছিলে শহীদুল্লাহ ফরায়জী ও লিটন অধিকারী রিন্টু। কুমার বিশ্বজিৎ বলেন, ‘অনুষ্ঠানে প্রতিটি গানের সাথে সম্পৃক্ত সবাইকে নিয়ে স্মৃতিচারণ করেছি, গানের ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করেছি। অনন্যা রুমাকে ধন্যবাদ এমন একটি চমৎকার আয়োজনের জন্য। নব্বই দশকে আমার গাওয়া হারিয়ে যাওয়া কিছু গান গেয়েছি, যা নতুন করে দর্শক শ্রোতারা শুনতে পাবেন। এদিকে আগামী ১৮ মার্চ আইসিডিডিআরবি’র, ২২ মার্চ ইস্টার্ন ব্যাংকের, ২৩ মার্চ গাজীপুরের একটি স্কুলের ১০০ বছর অনুষ্ঠানে, ২৪ মার্চ চট্টগ্রামের একটি স্কুলের ১০০ বছরের অনুষ্ঠানে এবং ২৬ মার্চ চট্টগ্রামের বিজিএমই আয়োজিত ঢাকায় একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন কুমার বিশ্বজিৎ। আসছে পহেলা বৈশাখে সোমেশ্বর অলির লেখা এবং আহমেদ হুমায়ূনের সুরে একটি বৈশাখের গান নিয়ে আসছেন তিন। চেন্নাইতে গানটির কম্পোজিসন’র কাজ চলছে। শিগগিরই গানটিতে কন্ঠ দিবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন