বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

৮ জনের বিরুদ্ধে পুলিশ সুপারকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

থানায় আসামি নির্যাতন

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : থানা হাজতে ৯ আসামীকে নির্যাতনের অভিযোগে মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালাসহ ৮ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার বেলা ৪টার দিকে মাদারীপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জাকির হোসেন এই আদেশ দেন। মামলার এজাহারে বাদী জানান, স্থানীয় দ্ব›েদ্বর জের ধরে প্রায় এক বছর আগে নুরু মৃধার ছেলে কবির মৃধার চোখ উপরে ফেলা হয়। এই ঘটনায় কালকিনি থানায় ওই এলাকার ইউপি চেয়ারম্যানসহ প্রভাবশালী কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা হয়। সেই মামলা আপোস মিমাংমার প্রস্তাব দেয়া হয়। কিন্তু তাতে রাজি না হওয়ায় মামলা তুলে নিতে কালকিনি থানার ওসি কৃপা সিন্দু কবির মৃধা, ও তার ভাই ইউপি সদস্য খবির মৃধাসহ ৯ জনকে আটক করে নির্যাতন চালায়। মাদারীপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাড. এমরান লতিফ জানান, এই ঘটনার বিচার দাবি করে চীফ জুডিসিয়াল আদালতে রোবববার দুপুরে মামলা দায়ের করলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রিট মো. জাকির হোসেন মামলাটি গ্রহণ করে। পরে সোমবার বেলা ৪টার দিকে বিচারক মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেনকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন