বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বগুড়ায় গ্যাস সিলিন্ডারের দোকানসহ ৩টি দোকানে অগ্নিকান্ড

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, বগুড়া ব্যুরো : বগুড়ার কাহালুতে গ্যাস সিলিন্ডার বিক্রির ২টি দোকানসহ ৩টি দোকানে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গত রোববার রাত ১০টার দিকে কাহালু রেল ষ্টেশন বটতলা এলাকায় রাস্তার পাশে অবস্থিত সাকিব স্টোরে প্রথমে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মহুর্তে আগুন পাশের আরো ২টি দোকানসহ একটি বাড়িতে ছড়িয়ে পড়ে। বগুড়া থেকে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কাহালু থানার ওসি মো: শওকত কবির জানান, কাহালু বটতলা এলাকায় সাকিব ষ্টোর নামের একটি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের আরো ১টি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান ও ১টি ভূষিমাল বিক্রি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। তবে ভূষিমালের দোকান আংশিক পুড়ে গেছে। বাকি দু’টি দোকনের মধ্যে ১টি বাড়িসহ সম্পন্ন ভম্মিভূত হয়েছে। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বগুড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বজলুর রশিদ জানান, বিদ্যুতের শট সার্কিট ও অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কিভাবে আগুন লেগেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। তবে দোকান মালিক আব্দুল হান্নান ও হারুন উর রশিদ দাবী করেছেন, তাদের কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন