বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ইউএস-বাংলা ট্রাজেডিতে একমাত্র ছেলেকে হারিয়ে বরিশালের শিক্ষকদম্পতি বাকরুদ্ধ

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : ইউএস বাংলা’র কাঠমুন্ডু ট্রাজেডিতে একমাত্র ছেলে পিয়াস রায়কে হারিয়ে বরিশালের নতুন বাজার এলাকার গফুর সড়কের মধুকাঠি ভবনের মা-বাবা বাকরুদ্ধ। ভাইকে হারিয়ে বোন শোকে স্তব্দ। খবরটি শোনার পর থেকে গগন বিদারী আর্তনাদ করে জ্ঞান হারিয়ে ফেলেছেন শোকার্ত বাবা-মা। নেপালের কাঠমুন্ডুতে ইউএস বাংলার বিমান দুর্ঘটনায় পিয়াস রায় নিহত হবার ঘটনায় তার বাবা-মায়ের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। মেেিডকেল কলেজের চুড়ান্ত পর্বের পরিক্ষা দেয়া ছেলের ডাক্তার হবার স্বপ্ন পুরন হলনা। নিহত অর্ধশতাধিক যাত্রী মধ্যে রয়েছে বরিশালের পিয়াস’ও। গোপলগঞ্জের সায়েরা খাতুন মেডিকেল কলেজের এমবিবিএস চুড়ান্ত পর্বের পরীক্ষা শেষে নেপালে ভ্রমনে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে সব কিছৃ শেষ হয়ে গেছে। বরিশাল মহানগরীর বাসিন্দা নলছিটির চন্দ্রকান্দা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুখেন্দ্র বিকাশ রায় ও বরিশাল সরকারি পলিটেকনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পূর্ণিমা রায় দম্পত্তির একমাত্র ছেলে পিয়াস। পরিবার সুত্রে জানা গেছে, পিয়াসের ছিল বিশ্ব ঘুরে দেখার নেশা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন