শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বাংলাদেশ-ভারত ক্রিকেট মহারণ, চট্টগ্রামে ঘরে ঘরে টিভির সামনে সবার চোখ

রুমু, চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০১৮, ৭:৩৬ পিএম | আপডেট : ৮:২১ পিএম, ১৮ মার্চ, ২০১৮

চট্টগ্রামবাসী  এমনিতেই ক্রীড়া পাগল। তদুপরি ক্রিকেটের বহুল প্রত্যাশিত ফাইনালে বাংলাদেশের টাইটারদের সামনে ভারত। ফলে সর্বস্তরের দর্শকের চোখ এখন টিভি পর্দায়। নিদাহাস ট্রফি রুদ্ধদ্বার এক ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে ইতোপূর্বে টাইগার বাহিনী ফাইনাল নিশ্চিত করেছে। তাই উজ্জীবিত বাংলাদেশের সামনে প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজ জয়ের হাতছানি। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতকে হারাতে পারলেই নতুন ইতিহাস রচনা করবে লাল-সবুজের জার্সিধারীরা। ক্রিকেট পাগল চট্টগ্রামের দর্শকরা এ ফাইনাল খেলাটি দেখার জন্য মুখিয়ে আছে। ১২০ বর্গ কিলোমিটার আয়তনের মহানগরীর ৬০ লাখ মানুষ উদগ্রীব হয়ে আছে টাইগার বাহিনীর জয়ের প্রত্যাশায়। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে ঘরমুখো হয় নগরবাসী। বাসাবাড়িতে টিভি সেটের সামনে শুরু হয় খেলা দেখার প্রস্তুতি। পাড়া-মহল্লায়-ক্লাব-ছাত্রাবাসে বড় পর্দায়ও আছে খেলা দেখার আয়োজন। ভারত-বাংলাদেশ ক্রিকেটের এ মহারণকে ঘিরে টানটান উত্তেজনা ক্রীড়াপ্রেমীদের মাঝে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বন্দরনগরীর সড়ক রাস্তাঘাটে মানুষের চলাচল কমে যায়। আর ঘরে ঘরে টান টান আনন্দ-উত্তেজনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন