শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন-২২

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান পরিবর্তন এর ২২তম পর্ব প্রচার হবে আজ রাত ৮টা ৫০ মিনিটে একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। এ মাসে মহান স্বাধীনতা দিবস ছাড়াও ৪টি বিশেষ দিবস রয়েছে। আন্তর্জাতিক নারী দিবস, জাতীয় শিশু দিবস, জাতীয় পতাক দিবস ও জাতীয় পাট দিবস। প্রতিটি দিবসকে নিয়ে বিভিন্ন পর্ব থাকছে এবারের পরিবর্তনে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নারীর অধিকার, দেশের উন্নয়নে নারীর অবদান, সর্বোপরী নারী জাগরনীমূলক কথামালা নিয়ে দেলোয়ার আরজুদা শরফ-এর লেখা সুজন আরিফের সুর ও সঙ্গীতে একটি গান গাইবেন এ প্রজন্মের ৪ নারী কণ্ঠশিল্পী টিনা মোস্তারি, বৃষ্টি, রুমানা ইতি এবং লাবণী। প্রয়াত বারী সিদ্দিকীর কন্যা এলমা সিদ্দিকী শহীদুল্লাহ ফরায়েজীর কথায় প্লাবন কোরেশীর সুরে জাহিদ বাশার পংকজ এর সঙ্গীতে পরিবর্তনের জন্য গাইবেন নতুন একটি গান।সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতা বাংলার গান খ্যাত এ প্রজন্মের শিল্পী খায়রুল ওয়াসী গাইবেন বহুল জনপ্রিয় একটি লোক গান। গানটিতে নতুন করে সঙ্গীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, দেশপ্রেম ও দেশের অগ্রযাত্রা নিয়ে গাওয়া ৩টি গানের অংশ বিশেষের সাথে আবু নাঈম এর পরিচালনায় সহশিল্পীদের নিয়ে নৃত্য পরিবেশন করবেন এ প্রজন্মের ২জন নৃত্যশিল্পী নাঈম ও মন্দিরা। মিলনায়তনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে দর্শক প্রতিযোগিতা পর্ব সাজানো হয়েছে মুক্তিযুদ্ধ ও দেশাত্মবোধক বিভিন্ন গান কবিতা এবং মার্চ মাসের বিভিন্ন জাতীয় দিবস বিষয়ক কুইজের মাধ্যমে। এছাড়া রয়েছে নিয়মিত পর্ব। সাহরিয়ার মোহাম্মদ হাসান-এর প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন