শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

অলিম্পিক সলিডারিটি টেনিস কোচেস কোর্স

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দেশের ক্রীড়া প্রশিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের জন্য অলিম্পিক সলিডারিটি কোচেস কোর্সের আয়োজন করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এ ধারাবাহিকতায় গতকাল শুরু হয়েছে টেনিস কোচেস কোর্স (লেভেল-১)। রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে এ কোর্সের উদ্বোধন করেন বিওএ’র উপ-মহাসচিব এবং অলিম্পিক সলিডারিটি কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান কেহিনূর। এসময় উপস্থিত ছিলেন বিওএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য ও কোর্সটির প্রধান সমন্বয়কারী আহমেদুর রহমান বাবলু এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম মোরশেদ। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) লেভেল-থ্রি সার্টিফাইড কোচ মালয়েশিয়ান সুরেশ মেনন ১২দিন ব্যাপী এই কোর্সটি পরিচালনা করছেন। ঢাকা এবং ঢাকার বাইরের ২৫জন প্রশিক্ষণার্থী এই কোর্সে অংশ নিচ্ছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন