বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আগামীকাল অবরোধ

দু’দিনেও সন্ধান মেলেনি অপহৃত দুই নারীনেত্রীর

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

রাঙামাটি জেলা সংবাদদাতা : রাঙামাটি থেকে উপজাতীয় নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার দুইদিনেও তাদের কোনো সন্ধান মেলেনি। গতকাল রোববার ইউপিডিএফ (ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট) এর বিবাদমান দুই গ্রæপের মধ্যে সংর্ঘষের জেরে মন্টি চাকমা ও দয়াসোনা চাকমা নামের ওই দুই নারী নেত্রীকে অপহরণ করা হয়। সংঘর্ষে ধর্ম সিং চাকমা নামের একব্যক্তি গুলিবিদ্ধ হয়। এদিকে হিল উইমেন্স ফেডারেশন দুই নেত্রীকে উদ্ধারের দাবিতে আগামী কাল বুধবার রাঙামাটি ও খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ এর ডাক দিয়েছে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন। হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দ্বিতীয়া চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উক্ত তিন সংগঠনের এক যৌথ বিবৃতিতে গতকাল সোমবার এই ঘোষণা দেয়া হয়। মন্টি চাকমা ইউপিডিএফের সহযোগী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদক এবং দয়াসোনা চাকমা সদস্য। অপরহরণের দুই দিনেও মন্টি চাকমা ও দয়াসোনা চাকমার সন্ধান না মেলার বিষয়ে পুলিশ বলছে, উদ্ধার তৎপরতা চলছে। এদিকে মন্টি ও দয়াসোনা অপহরণ ঘটনার জন্য তপন জ্যোতি চাকমা ওরফে বর্মার নেতৃত্বাধীন বিভেদপন্থী গ্রæপকে দায়ী করেছে ইউপিডিএফ। তবে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া এ ব্যপারে জানান, সোমবার বিকাল পর্যন্ত এ অপহরণের বিষয়ে থানায় কেউ অভিযোগ দেননি। অপহৃতদের অভিভাবকদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তবে কেউ অভিযোগ না দিলেও আইন অনুযায়ী পুলিশ পুলিশি তল্লাশি ও ব্যবস্থা চলছে। অপহৃতাদের সন্ধানে পুলিশি অভিযান অব্যাহত আছে। ইউপিডিএফ রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা বলেন, রোববার সকালে আমাদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় বিভেদপন্থী সন্ত্রাসীরা। তিনি বিদ্রোহী গ্রæপকে বারমা গ্রæপ দাবি করেন। ঘটনায় পায়ে গুলিবিদ্ধ হন গণতান্ত্রিক যুব ফোরামের জেলা কমিটির আহবায়ক ধর্মসিং চাকমা। আর অপহরণ করা হয় হিল উইমেন্স ফেডারেশনের ওই দুই নেত্রীকে। এ সময় ছাত্রদের একটি মেস ঘরও পুড়িয়ে দেয়া হয়। ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রচার ও প্রকাশনা বিভাগ নিরন চাকমা জানান, কুদুকছড়ি বাজারের ইউপিডিএফের (বিদ্রোহী গ্রæপ) বরমা গ্রæপের একদল সশস্ত্র সন্ত্রাসী খাগড়াছড়ি-রাঙামাটি সড়ক থেকে কয়েক শ’ গজ দূরে গণতান্ত্রিক যুব ফোরামের নেতা ধর্ম সিং চাকমাদের বাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন