শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে শিক্ষার্থী আটক

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : মাদারীপুর আহমাদিয়া কামিল মাদরাসায় গতকাল সোমবার সকাল ১১টার দিকে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে এক শিক্ষার্থীকে আটক করেছে পরীক্ষা পরিদর্শক। পরে শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে সোর্পাদ করা হয়। এই ঘটনায় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
জানা গেছে, সকাল ১০টার দিকে কামিল শেষ বর্ষের বোখারী বিষয় পরীক্ষা শুরু হয়। এসময় অপরিচিত এক শিক্ষার্থীকে দেখে পরীক্ষা পরিদর্শক সামচুল আজমের সন্দেহ হয়। পরে তার প্রবেশপত্র ও অন্যান্য কাগজপত্রে গড়মিল দেখতে পায়। পরে ওই শিক্ষক কেন্দ্র সুপার ও পুলিশকে জানালে শিক্ষার্থীকে আটক করা হয়। আটককৃত শিক্ষার্থী সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের ইসমাইল বেপারীর ছেলে ইব্রাহিক বেপারী (২৪)। সে সরকারী নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজী বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে দাবি করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন