বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ড. ইউনূসের বিরুদ্ধে প্রতারণার মামলা

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছেন এক ঠিকাদারি প্রতিষ্ঠান। গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর মামলাটি করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান তাজ এন্টারপ্রাইজের মালিক বাহাদুল ইসলাম। মহানগর হাকিম সুব্রত ঘোষ নালিশি আবেদন গ্রহণ করে পল্লবী থানা-পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ মামলায় ড. ইউনূস ছাড়াও অন্য তিনজন আসামি হলেন গ্রামীণ টেলিকম ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান, গ্রামীণ টেলিকম ট্রাস্টের দুই কর্মকর্তা জহিরুল ইসলাম ও আসাদুজ্জামান। বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী ফেরদৌস আহম্মেদ। তিনি সাংবাদিকদের বলেন, গ্রামীণ টেলিকম ট্রাস্টের আশুলিয়া থানার জিরাবোর ঘোষবাগ এলাকার মাটি ভরাটের কাজ করেন ঠিকাদারি প্রতিষ্ঠান তাজ এন্টারপ্রাইজ। কিন্তু চুক্তি অনুযায়ী বালু ভরাটের টাকা না দিয়ে প্রতারণামূলক ভাবে ঘোরাচ্ছেন। তাই এ মামলা করা হয়েছে। নালিশি মামলায় অভিযোগ করা হয়, ঠিকাদারি প্রতিষ্ঠান তাজ এন্টারপ্রাইজ গ্রামীণ টেলিকম ট্রাস্টের আশুলিয়ার জিরাবোর ঘোষবাগ এলাকায় বালু ভরাটের কাজ করেন। বালু ভরাট বাবদ গ্রামীণ টেলিকম ট্রাস্টের কাছে তার পাওনা ৬ কোটি ৮৫ লাখ ৮৯ হাজার ৪ টাকা। তাজ এন্টারপ্রাইজের মালিক বাহাদুল ইসলাম বালু ভরাটের টাকা দেয়ার জন্য আসামিদের বলেন। সর্বশেষ ১১ ফেব্রুয়ারি তাদের মধ্যে একটি সমঝোতা হয়। কিন্তু আসামিরা টাকা দিতে গড়িমসি করে আসছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন