শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

মূকাভিনয় দিবসে স্বপ্নদলের জাদুর প্রদীপ

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: সর্বকালের শ্রেষ্ঠ মূকাভিনেতা হিসেবে বিবেচিত ‘মাস্টার অব মাইম’ মার্সেল মার্সো’র ৯৫তম জন্মবার্ষিকী ও ‘বিশ্ব মূকাভিনয় দিবস’ উদযাপন উপলক্ষে আজ সন্ধ্যা ৭টায় বাংলদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে স্বপ্নদলের আলোচিত মাইমোড্রামা (মূকনাট্য) ‘জাদুর প্রদীপ’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘আরব্য রজনী’র অমর কাহিনী ‘আলাদিনের আশ্চর্য প্রদীপ’ অবলম্বনে নির্মিত এ মাইমোড্রামার কাহিনী-পুনর্বিন্যাসসহ নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। মঞ্চায়নে সহযোগিতা করছে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ এবং কল্যাণপ্রদ শক্তির বিজয়ই এ মাইমোড্রামার মূল সুর। ‘জাদুর প্রদীপ’ মাইমোড্রামায় অভিনয় করছেন জুয়েনা, শিশির, অনিন্দ্য, সোনালী, সামাদ, শ্যামল, আঁচল, জেবু, ঊষা, অন্তর, সবুজ, সম্রাট, অর্ক, সুকুমার, মাসুদ, জাহিদ, বিপুল, আলী প্রমুখ। উল্লেখ্য, মূকাভিনয় শিল্পের বিকাশে মার্সেল মার্সোর অনন্যসাধারণ নিবেদন ও অবদানের প্রতি সম্মান জানিয়ে তার মৃত্যুর পর মূকাভিনয় অনুরাগীরা তার জন্মদিন ২২ মার্চকে ‘বিশ্ব মূকাভিনয় দিবস’ হিসেবে পালন করে আসছে।
ছবিঃ জাদুর প্রদীপ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন