বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল এম.এ মাদরাসা ও এতিমখানা কমপ্লেক্সের পুরস্কার বিতরণী সভা

| প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

গত মঙ্গলবার লালমাটিয়া, কাজী নজরুল ইসলাম রোড, মোহাম্মদপুরস্থ আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল এম.এ মাদরাসা ও এতিমখানা কমপ্লেক্সের বার্ষিক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া করেন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সভাপতি, মুজাদ্দেদে জামান, আল্লামা সৈয়দ মাহবুুবুর রহমান জৈনপুরী পীর সাহেব। মাদরাসার প্রিন্সিপাল আলহাজ্জ মাওলানা ক্বারী রওশন আরা নূরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্জ মোঃ গিয়াস উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক। জৈনপুরী পীর সাহেব বলেন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতিম দরিদ্র হওয়া সত্তে¡ও তারা শিক্ষার প্রতিটি স্তরে শতভাগ পাশের ধারা অব্যাহত রেখেছেন। তাই আমি বার্ষিক পুরস্কারের মতো প্রতি মাসে পুরস্কার প্রদান অব্যাহত রাখব ইনশাআল্লাহ। তিনি সূরা বাকারার ৩৭ নং রূকুর ৭২ নং আয়াতের উদ্বৃতি দিয়ে বলেন, তালেবুল এলেমকে দান করলে সর্বাপেক্ষা অধিক একে নয় লক্ষ গুণ সওয়াব পাওয়া যায়। (তাফসীরে জালালাইন)। এছাড়া অত্র এতিমখানা মাদরাসার শিক্ষার্থীরা ছাত্রী বিধায় সাহায্য সংগ্রহে অক্ষম সুতরাং এই নিঃসহায় বালিকা তালেবুল এলেমদেরকে দান সদকা প্রদান করলে সঠিক পথে খরচ হবে ও দ্বিগুণ নেকী পাওয়া যাবে। তিনি অত্র মাদরাসায় ফ্রি/হাফ ফ্রি আবাসিক/অনাবাসিক ভর্তি হওয়ার আহ্বান জানান। সর্বশেষ মাহফিলের পরিচালক মাদরাসার প্রিন্সিপাল আলহাজ্জ মাওলানা ক্বারী রওশন আরা নূরী মিলাদ পাঠ করেন এবং দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামণা করে পীর সাহেব আখেরী মুনাজাত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন